Sooraj-Jiyah Controversy

‘একদিন ফিরতামই’, জ়িয়া খানের মৃত্যুশোক উধাও! চোখে জল মুখে হাসি নিয়ে অভিনয়ে ফিরলেন সুরজ

সুরজের দাবি, বিস্তর কঠিন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। এ বার অভিনয়ে মন দেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৭:০৬
Share:

সুরজ পাঞ্চোলি ভুলেই গেলেন জ়িয়া খানকে? ছবি: ফেসবুক।

তিনি আবার অভিনয় করবেন! আবারও লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো শুনতে পাবেন! ভাবতেই পারছেন না সুরজ পাঞ্চোলি। তাঁকে যে আবার ছবির জন্য বাছা হবে, সেটাই ভুলতে বসেছিলেন। সেই তিনিই সুযোগ পেয়েছেন হামিরজি গোহলির ‘কেশরী বীর’ ছবিতে। মঙ্গলবার ছবির আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন সুরজ, তাঁর সহ-অভিনেতা সুনীল শেট্টি। সুনীলের দাবি, “সুরজ নতুন জীবন ফিরে পেলেন। এই ছবি ওঁর জীবনের দ্বিতীয় ইনিংস।”

Advertisement

চোখে জল মুখে হাসি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সুরজ। কিন্তু এ দিনও জ়িয়া খান আত্মহত্যার কালো ছায়া তাঁর পিছু ছাড়ল কই?

কথা বলতে বলতে কখনও তিনি কেঁদে ফেলেছেন। কখনও কণ্ঠস্বরে আত্মবিশ্বাস। সুরজের কথায়, “অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছি। সে সব সামলে আবারও ক্যামেরার মুখোমুখি হচ্ছি। এ বার শুধুই মন দিয়ে কাজ করব।” সুরজের এই কথাগুলি নিমেষে সমাজমাধ্যমে ভাইরাল। সেই সূত্রেই ফের প্রয়াত অভিনেত্রীর নাম উঠে এসেছে। অনুরাগীদের আক্ষেপ, একজন নিরীহ মেয়ের মৃত্যুর কারণ হয়ে কেমন অনায়াসে তাঁকে ভুলে যেতে পারলেন অভিনেতা! কারও বিস্ময়, এক বারও জ়িয়া খানের নাম পর্যন্ত নিলেন না সুরজ!

Advertisement

এ দিন বিতর্কিত অভিনেতা তাঁর মা-বোনের কথা বলেছেন। সুরজের মতে, মা জ়ারিনা ওয়াহব দুঃসময়ে পাশে না থাকলে এ ভাবে তিনি ফিরে আসতে পারতেন না। তিনিই অভিনেতার মনের জোরের উৎস। সেই জোরেই নিজেকে সুস্থ রাখতে পেরেছেন। ধরে রাখতে পেরেছেন অভিনয়ক্ষমতা। সুনীল তখন পাশে বসে সুরজের পিঠে আশ্বাসের হাত রেখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement