Entertainment News

হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার

গত মার্চে কপিল শর্মার সঙ্গে বিমানের মধ্যে প্রকাশ্যে ঝামেলার পর ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে বেরিয়ে এসেছেন সুনীল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৮
Share:

সুনীল গ্রোভার। ছবি: সুনীলের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

গত শুক্রবার থেকে প্রবল জ্বর নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। চিকিত্সকরা জানিয়েছেন, সুনীলের ডেঙ্গু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, সুনীল বলেছেন, ‘‘ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারব।’’

Advertisement

আরও পড়ুন, বন্ধই হয়ে গেল ‘দ্য কপিল শর্মা শো’!

গত মার্চে কপিল শর্মার সঙ্গে বিমানের মধ্যে প্রকাশ্যে ঝামেলার পর ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে বেরিয়ে এসেছেন সুনীল। তারপর বেশ কয়েকটি রিয়্যালিটি শো-এ স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কোনও ভাবেই কপিলের সঙ্গে তাঁর ঝামেলা মিটিয়ে নেওয়ার কোনও সম্ভবনা দেখা যায়নি। গতকাল ‘দ্য কপিল শর্মা’ শো বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় কপিল নিজেও খবরটি কনফার্ম করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সুনীল।

Advertisement

আরও পড়ুন, ঘুম থেকে উঠতে পারেননি কপিল, শো থেকে ফিরে গেলেন অজয় দেবগণ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement