Entertainment News

ঝামেলা মিটিয়ে কপিলের বিয়েতে আসছেন প্রিয় বন্ধু সুনীল গ্রোভার

বেশ একসঙ্গে জমিয়ে কাজ করছিলেন কপিল শর্মা এবং সুনীল গ্রোভার। কিন্তু আচমকাই যেন দমকা এক হাওয়ায় ওলটপালট হয়ে গিয়েছিল সব কিছুই। সেই ঝামেলা পর্বের অবসান ঘটিয়ে সুনীল গ্রোভার আসছেন কপিল শর্মার বিয়েতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ২১:১৩
Share:

ঝামেলা পর্বের অবসান ঘটিয়ে সুনীল গ্রোভার আসছেন কপিল শর্মার বিয়েতে।

বেশ একসঙ্গে জমিয়ে কাজ করছিলেন কপিল শর্মা এবং সুনীল গ্রোভার। কিন্তু আচমকাই যেন দমকা এক হাওয়ায় ওলটপালট হয়ে গিয়েছিল সব কিছুই। সেই ঝামেলা পর্বের অবসান ঘটিয়ে সুনীল গ্রোভার আসছেন কপিল শর্মার বিয়েতে।

Advertisement

কপিলের বিয়ে নিয়ে খুশি সুনীল। আগেই কমেডিয়ানকে শুভকামনাও জানিয়েছিলেন ‘পটাখা’র অভিনেতা সুনীল গ্রোভার। এ বার বিয়েতে আসবেন বলেও জানালেন। বললেন, ‘‘এক সঙ্গে আমরা অনেক দিন কাজ করেছি। তাই একটা ইমোশনাল যোগ তো আছেই। আমি চাই বিয়ের পর যেন ও আগের থেকে আরও বেশি খুশি থাকে। এত দিন তো কপিল লোকজনের বিয়ে নিয়ে হাসিঠাট্টা করত। এখন ও হারে হারে টের পাবে বিয়ের পর কেমন লাগে।’’

সাত পাকে বাঁধা পড়ছেন কপিল শর্মা ও তাঁর দীর্ঘ দিনের বান্ধবী গিন্নি ছত্রথ। জাঁকজমক বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে জালন্ধরে। আর সেখানে হাজির ছিলেন ক্রুষ্ণা অভিষেক থেকে শুরু করে ভারতী সিংহ-সহ কপিলের আরও বন্ধুরা। তবে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটাও বার বার ভেসে আসছিল, ‘কপিলের বিয়ে আর সুনীল গ্রোভার থাকবেন না?’

Advertisement

আরও পড়ুন: আজ বিয়ে কপিল শর্মার, জালন্ধরে প্রস্তুতি তুঙ্গে

আরও পড়ুন: সেজেগুজে তৈরি অ্যান্টিলিয়া! এক এক করে আসছেন সেলেবরা

‘পটাখা’-র পর সলমন খানের সঙ্গে ‘ভারত’ ছবিটির কাজে হাত দিয়েছেন সুনীল গ্রোভার। বলি সূত্রের খবর, সুনীল আর কপিলের ঝামেলা মেটাতে অনেকটাই সাহায্য করেছেন সলমন। এমনকি, সূত্রের এ-ও দাবি, সলমন নিজে সুনীলের সঙ্গে কথা বলেছেন এই বিষয় নিয়ে। আর এখন সুনীল নিজেই জানালেন, কপিলের বিয়েতে আসছেন তিনি। তা হলে কি ভবিষ্যতে ফের এক মঞ্চে দেখা যাবে দুই কমেডিয়ানকে?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement