Sunjay Kapur's Sister On Married Life with Karisma Kapoor

‘করিশ্মার এটা প্রাপ্য ছিল না’, নায়িকার সঙ্গে দাদা সঞ্জয়ের দাম্পত্যের কোন গোপন সত্যি ফাঁস করলেন বোন মন্দিরা?

প্রিয়ার জন্যই নাকি করিশ্মার সুখের সংসারে আগুন লাগে, বিস্ফোরক অভিযোগ সঞ্জয়ের বোন মন্দিরা কপূরের। আর কী বললেন প্রয়াত শিল্পপতির বোন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১০:৩৮
Share:

করিশ্মা কপূর ও সঞ্জয় কপূর। ছবি: সংগৃহীত।

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কপূরের সম্পত্তির যোগ্য উত্তরসূরি কে? এই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। অভিনেত্রী করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর প্রয়াণের পর থেকে তাঁর সংস্থার মালিকানা, সম্পত্তির ভাগ নিয়ে চলছে টানাপড়েন। এই আবহেই সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ। কী বললেন সঞ্জয়ের বোন?

Advertisement

প্রিয়ার জন্যই নাকি করিশ্মার সুখের সংসারে আগুন লাগে, বিস্ফোরক অভিযোগ সঞ্জয়ের বোন মন্দিরা কপূরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা জানান কী ভাবে তাঁর দাদার সংসারে অশান্তি শুরু হয়। প্রিয়ার সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলে সেই খবর যায় মন্দিরার কাছে। কোনও দিনই এই সম্পর্কের পক্ষে ছিলেন না তিনি। মন্দিরার কথায়, “বিমানে ওঁদের আলাপের সময় থেকে জানি। একটুও খুশি হইনি। লোলো (করিশ্মা) এবং আমার দাদার সুখের দাম্পত্য ছিল। কিয়ানের জন্ম হল। সন্তানদের প্রচণ্ড ভালবাসত দাদা।”

মন্দিরার অভিযোগ, “সন্তান হওয়ার পর একজন মহিলাকে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় নতুন মায়ের মানসিক স্থিতির কথা আর এক মহিলা যদি বুঝতে না পারেন, তা হলে নিশ্চিত সেই মানুষটির কোনও সমস্যা আছে। একটা পরিবারকে ধ্বংস করার মানসিকতা যাঁর, তিনি ভাল হতে পারেন না। কোনও সুখী দাম্পত্য ভাঙা উচিত নয়। দ্বিতীয় সন্তান যখন কোলে এল, তখন বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে সরে আসতে হত। বিয়ে ভাঙা কোনও কাজের কথা নয়। লোলোর এটা প্রাপ্য ছিল না।”

Advertisement

এখানেই শেষ নয়। মন্দিরার দাবি, সঞ্জয় ও প্রিয়ার সম্পর্ক তাঁদের বাড়িতেও কেউ মেনে নিতে চায়নি। করিশ্মার প্রাক্তন ননদের কথায়, “বাবা একেবারেই এই সম্পর্কে বিপক্ষে ছিলেন। বলেছিলেন, ‘ওকে (প্রিয়া) বিয়ে করা যাবে না। আমি ওর মুখ দেখতে চাই না। ওদের সন্তানও যেন না হয়।’ গোটা পরিবার এর বিরুদ্ধে ছিল। লোলোর কাছে সব ছিল। সন্তান ছিল ওঁদের। বিয়েটা টিকিয়ে রাখা উচিত ছিল।”

২০১৭ সালে সঞ্জয় ও প্রিয়া গাঁটছড়া বাঁধেন। যদিও সেখানে যাননি মন্দিরা ও তাঁর আর এক বোন। সেই সময় করিশ্মার পাশে না দাঁড়াতে পারার আক্ষেপও রয়েছে মন্দিরার মধ্যে। “তখন আমরা কথাও বলতাম না আর। ওঁর (করিশ্মা) বোধ হয় আমার উপর রাগ হয়েছিল, যদিও ওঁর দোষ নয়। আমার প্রিয় বন্ধু ছিল করিশ্মা। ওঁর পাশে দাঁড়ানো উচিত ছিল আমার।”

চলতি বছরের ১২ জুন পোলো খেলার সময় আচমকা মৃত্যু হয় সঞ্জয় কপূরের। বয়স হয়েছিল ৫৩। তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়ার সঙ্গে এক সন্তান রয়েছে। করিশ্মার সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement