Sunjay Kapur Death

‘মাকে ঘরে বন্দি করে সই করানো হয়েছে’, কার বিরুদ্ধে বিস্ফোরক দাবি সঞ্জয়ের বোনের?

মন্দিরা জানালেন, তাঁদের মাকে নাকি একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। সেই বন্ধ ঘরেই জোর করে সই করানো হয়েছে সঞ্জয়ের মাকে দিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২
Share:

সঞ্জয়ের মাকে নিয়ে বিস্ফোরক দাবি বোন মন্দিরার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে তরজা লেগেই রয়েছে। এ বার বিস্ফোরক দাবি করলেন সঞ্জয়ের বোন মন্দিরা। অভিযোগ, সঞ্জয়ের মাকে দিয়ে নাকি বন্দি করে জোর করে সই করানো হয়েছে কিছু আইনি কাগজপত্রে।

Advertisement

কয়েক দিন আগেই মন্দিরা দাবি করেছিলেন, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব-সহ আরও কয়েকজন নাকি তাঁদের মাকে দিয়ে জোর করে সই করিয়েছেন। এ বার তিনি জানালেন, তাঁদের মাকে নাকি একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। সেই বন্ধ ঘরেই জোর করে সই করানো হয়েছে সঞ্জয়ের মাকে দিয়ে। আগে থেকে তাঁকে কিছু জানানোও হয়নি। বাইরে থেকে নাকি দরজা ধাক্কা দিচ্ছিলেন মন্দিরা।

মন্দিরা বলেছেন, “আমি ছিলাম। বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছিলাম। ভিতরে কী ঘটছে, বুঝতে পারছিলাম না। দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল।” পুত্রশোকে আচ্ছন্ন ছিলেন সঞ্জয়ের মা। তাই বুঝতে পারছিলেন না, তাঁর সঙ্গে কী ঘটছে। মন্দিরাকে তিনি বলেছিলেন, “আমি কিছু কাগজে সই করে ফেলেছি। আমাকে যা বলা হয়েছে আমি সেটাই করেছি। কিন্তু আমি জানি না, আমি কোন কাগজে সই করেছি।”

Advertisement

ঘটনার পরে নাকি ভেঙে পড়েছিলেন সঞ্জয়ের মা। মন্দিরা বলেছেন, “আমরা জানার চেষ্টা করেছি, মাকে দিয়ে কোন কাগজে সই করানো হয়েছে। কিন্তু এখনও কোনও খোঁজ পাইনি।” মন্দিরা সেই সঙ্গে আক্ষেপ করে জানিয়েছেন, তাঁর মায়ের থেকে এমন অনেক কিছুই চুরি করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করিশ্মার দুই সন্তান অভিযোগ করেছেন, তাঁদের সৎমা অর্থাৎ প্রিয়া দলিল জাল করে সম্পত্তি আত্মসাৎ করতে চাইছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement