Kunickaa Sadanand on Kumar Shanu

‘খুব বিষাক্ত, কিন্তু এমন প্রেম জীবনে একবার করতেই হয়’, শানুর সঙ্গে কেমন ছিল কুনিকার বিবাহবহির্ভূত সম্পর্ক?

কুনিকার যখন ৩৫ বছর বয়স, তখন অয়ানের জন্ম। অয়ানের জন্মের বেশ কয়েক বছর আগে দীর্ঘ দিন কুমার শানুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কুনিকা। শানু তখন বিবাহিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৩
Share:

কুমার শানুর সঙ্গে বিষাক্ত প্রেম ছিল কুনিকার! ছবি: সংগৃহীত।

কুমার শানুর সঙ্গে ‘বিষাক্ত’ প্রেম ছিল। কিন্তু এমন প্রেম সবার জীবনে একবার হওয়া উচিত। মনে করেন কুনিকা সদানন্দ। বর্তমানে তিনি রয়েছেন ‘বিগ বস্‌ ১৯’-এর ঘরে। কুমার শানুর সঙ্গে সম্পর্কের কথা নিজেই স্বীকার করেছেন। এ বার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কুনিকার পুত্র অয়ান লাল।

Advertisement

কুনিকার যখন ৩৫ বছর বয়স, তখন অয়ানের জন্ম। অয়ানের জন্মের বেশ কয়েক বছর আগে দীর্ঘ দিন কুমার শানুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কুনিকা। শানু তখন বিবাহিত। কিন্তু তিনি নাকি দাম্পত্যে সুখী ছিলেন না। ফলস্বরূপ কুনিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কুনিকা নিজেই এমন দাবি করেছিলেন এক সাক্ষাৎকারে। ‘বিগ বস্‌’-এর ঘরেও শানুর সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

অয়ান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অনেকে ভাবতেন ২৭ বছর ধরে শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁর মা। কিন্তু সেটা ভুল তথ্য। বরং কুনিকার বয়স যখন ২৭, তখন তিনি শানুর সঙ্গে সম্পর্কে জড়ান। গায়কের সঙ্গে কখনও সরাসরি দেখা হয়নি অয়ানের। তবে গায়কের পুত্র জান শানুর সঙ্গে তাঁর দেখা ও কথা হয়েছে।

Advertisement

এখনও কি কুনিকার মনে শানুর জন্য জায়গা রয়েছে? অয়ান জানান, এখনও একজন শিল্পী হিসেবে শানুকে তাঁর পছন্দ করেন। গানও শোনেন। অয়ানের কথায়, “শিল্পী হিসেবে অবশ্যই পছন্দ করেন। তবে মানুষ হিসেবে আর ভালবাসেন না। সেটা আমি হলফ করে বলতে পারি। আর আমার মা ভালবাসায় আসক্ত হয়ে পড়ার মতো মহিলা নন। ইগো রয়েছে, তেমনও নয়। আমি ওঁর (শানু) কথা জিজ্ঞাসা করেছিলাম।”

পুত্রের প্রশ্নের উত্তরে কুনিকা বলেছিলেন, “এই লোকটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষ ছিল। আমি ওঁকে আমার আত্মার সঙ্গী বলে মনে করতাম। এমন একটা প্রেম সবার জীবনে অন্তত একবার করা উচিত। খুব বিষাক্ত ছিল সেই প্রেম। খুবই বিষাক্ত!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement