Sunjay Kapur asset

৩০ হাজার কোটির সম্পত্তি মধ্যে কত পাচ্ছেন করিশ্মার সন্তানেরা! প্রিয়ার আইনজীবীর প্রশ্ন, ‘ওঁর আর কত চাই?’

করিশ্মার দুই সন্তানের হয়ে লড়ছেন আইনজীবী মহেশ জেঠমালানি। অন্য দিকে, প্রিয়ার জন্য মামলা লড়ছেন রাজীব নায়ার। দুই পক্ষেরই নানা রকমের দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৩
Share:

প্রিয়া ও করিশ্মার মধ্যে সম্পত্তি নিয়ে তরজা। ছবি: সংগৃহীত।

সম্পত্তি নিয়ে তরজা চলছে সঞ্জয় কপূরের দুই স্ত্রী করিশ্মা কপূর ও প্রিয়া সচদেবের মধ্যে। প্রয়াত শিল্পপতির ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি কে পাবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে তুমুল জল্পনা। এই সম্পত্তির মধ্যে কি ১৯০০ কোটি টাকা করিশ্মার সন্তানদের জন্য?

Advertisement

সম্প্রতি করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান দাবি করেছেন, সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব সম্পত্তির দলিল জাল করেছেন। সঞ্জয়ের পুরো সম্পত্তিই নাকি দখল করতে চাইছেন তিনি। তাই এই দলিল জাল করেছেন প্রিয়া। এ বার মুখ খুলেছেন প্রিয়ার আইনজীবী।

করিশ্মার দুই সন্তানের হয়ে লড়ছেন আইনজীবী মহেশ জেঠমালানি। অন্য দিকে, প্রিয়ার জন্য মামলা লড়ছেন রাজীব নায়ার। দুই পক্ষেরই নানা রকমের দাবি রয়েছে। প্রিয়ার আইনজীবীদের দল থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই নাকি সামাইরা ও কিয়ানের নামে ১৯০০ কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও তাঁরা নাকি সন্তুষ্ট নন। প্রিয়ার আইনজীবী বলেছেন, “আমি জানি না, কতটা পরিমাণ (টাকা) যথেষ্ট বলা যেতে পারে।”

Advertisement

করিশ্মার দুই সন্তান দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সম্পত্তির কারণে বার বার চর্চায় উঠে আসছে করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যু। কিছুদিন আগেই সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি।

কিছু দিন আগেই সঞ্জয়ের বোন জানিয়েছিলেন, করিশ্মা প্রাক্তন স্ত্রী হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনকি প্রিয়ার সঙ্গেও নাকি করিশ্মার সুসম্পর্ক। সন্তানরাও একসঙ্গে সময় কাটায়। তবে সম্পত্তি নিয়ে তরজা শুরু হয়ে সম্পর্কেও প্রভাব পড়েছে বলে নেটাগরিকের অনুমান। গত ১২ জুন গলায় মৌমাছি আটকে মৃত্যু হয়েছিল সঞ্জয় কপূরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement