জীবন থেকে মাংস বাদ রণবীরের। ছবি: সংগৃহীত।
‘রামায়ণ’-এ অভিনয় করার জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন রণবীর কপূর। একসময় গোমাংস খেতেন নিয়মিত। কিন্তু এখন মাছ-মাংস ছুঁয়েও দেখেন না অভিনেতা। আর কী কী বদল এসেছে জীবনে? নিজেই জানালেন রণবীর।
বলিউডের ‘ক্যাসানোভা’ তকমা ছিল রণবীরের নামের সঙ্গে। একাধিক নায়িকার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। গোমাংস, মদ্যপান, ধূমপান করতেন নিয়মিত। কিন্তু ৪০ পেরোনোর পরেই নাকি তাঁর জীবনে বদলে গিয়েছে অনেক কিছু। ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাই ছেড়েছেন আমিষ খাবার। ছেড়ে দিয়েছেন ধূমপানও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, “এখন আমার মন শুধু আমার কন্যা ও স্ত্রীর উপরে। কন্যার সঙ্গে কী ভাবে সময় কাটানো যায়, সেই দিকেই এখন আমার নজর। আমার জীবনযাপনে বহু বদল এনেছি। ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছি। নিরামিষাশী হয়ে গিয়েছি। আমি নিয়মিত ধ্যান ও যোগাভ্যাস করি।” রণবীর জানান, ৪০ বছর বয়স হওয়ার পর থেকেই এই বদলগুলি তিনি আনা শুরু করেন। তাঁর কথায়, “জীবনকে অনেক পরিষ্কার- পরিচ্ছন্ন করেছি। ৪০ বছর বয়সের পর থেকে তাই সুস্থ থাকা ও সন্তানের সঙ্গে সময় কাটানোই আমার উদ্দেশ্য।”
একসময় গোমাংস খাওয়ার জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন রণবীর। ২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালবাসি।” এই পুরনো মন্তব্য তুলে এনে অনেকেই কটাক্ষ করেছিলেন, ‘গোমাংস খেয়ে রামের চরিত্রে অভিনয়?’ তবে রণবীরের অনুরাগীদের আশা, রামের চরিত্রেও অভিনয়ে মুগ্ধ করবেন তিনি।