Jacqueline Fernandez

মস্তিষ্কে জমেছে জল, অসুস্থ শিশুর সঙ্গে জ্যাকলিন! অভিনেত্রীকে দেখে কী প্রতিক্রিয়া?

ভিডিয়োয় দেখা যাচ্ছে অসুস্থ শিশুটি শয্যাশায়ী। তার পাশেই বসে রয়েছেন জ্যাকলিন। শিশুটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অভিনেত্রী, আবার কখনও তার হাত ধরে কথা বলছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

জটিল রোগে আক্রান্ত শিশুর পাশে জ্যাকলিন। ছবি: সংগৃহীত।

জটিল রোগের সঙ্গে লড়ছে শিশু। অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। সেই শিশুর জন্য বড় পদক্ষেপ করলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়।

Advertisement

সমাজমাধ্যমে জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। শিশুটি হাইড্রোসেফালাস নামে এক জটিল রোগে আক্রান্ত। এই রোগের ফলস্বরূপ অস্বাভাবিক পরিমাণে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড জমতে থাকে যা মস্তিষ্কের কোষ ও স্নায়ুর জন্য ক্ষতিকর।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, অসুস্থ শিশুটি শয্যাশায়ী। তার পাশেই বসে রয়েছেন জ্যাকলিন। শিশুটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অভিনেত্রী আবার কখনও তার হাত ধরে কথা বলছেন। শিশুর পরিবারের সঙ্গেও কথা বলতে দেখা যায় জ্যাকলিনকে। অভিনেত্রীর সঙ্গে এই দিন ছিলেন মুম্বইয়ের এক নেটপ্রভাবী হুসেন মনসুরি। হুসেনই সেই ভি়ডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

Advertisement

জ্যাকলিন এই শিশুর চিকিৎসার ও অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন। হুসেন এই ভিডিয়ো ভাগ করে সমাজমাধ্যমে লিখেছেন, “শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। সত্যিই তোমার মনটা খুব ভাল। এই অস্ত্রোপচার করে শিশুটির ভাল হবে, এমন আশাই করছি। ওর জন্য সকলে প্রার্থনা করুন।” জ্যাকলিন এই ভিডিয়োর মন্তব্যে জানিয়েছেন, তিনিও এই শিশুপুত্র ও তার পরিবারের জন্য প্রার্থনা করছেন।

এই ভিডিয়ো দেখে আবেগতাড়িত জ্যাকলিনের অনুরাগীরা। এক অনুরাগী লিখেছেন, “এই শিশুটি সুস্থ হয়ে খেলাধুলো করবে, এই আশায় আছি। হাইড্রোসেফালাস-এ আক্রান্ত মানে, ওর মস্তিষ্কে জল জমে রয়েছে। তাই দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। জ্যাকলিন বুঝিয়ে দিলেন, মানবিকতা হারিয়ে যায়নি।”

উল্লেখ্য, গত কয়েক দিনে বেশ কয়েকটি মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেয়েছে জ্যাকলিনের। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘হাউসফুল ৫’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement