অমিতাভ নাকি ‘জয়াফিলিক’! ছবি: সংগৃহীত।
বছরের পর বছর ধরে অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বুঁদ করে রেখেছে দর্শককে। আপাতত এই অনুষ্ঠানের ১৭তম সিজ়ন চলছে। সেখানেই এক প্রতিযোগী এ বার স্বয়ং বিগ বি-কেই ‘জয়াফিলিক’ বলে বসলেন! কী উত্তর দিলেন অভিনেতা?
গত ৯ সেপ্টেম্বর, ভদোদরার বাসিন্দা ধারা শর্মা বসেছিলেন অমিতাভের উল্টো দিকের ‘হট সিট’-এ। আলাপচারিতার ফাঁকেই ধারার মন্তব্য, অভিনেতা তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনকে এতই ভালবাসেন যে তাঁকে ‘জয়াফিলিক’ বলা যায়। ধারা বলেন, “এমন একটা বিষয় আছে যা গোটা বিশ্বে শুধু আপনার সঙ্গেই জড়িত। আপনি ‘জয়াফিলিক’। সকলেই ওঁকে (জয়া বচ্চন) পছন্দ করতে পারেন কিন্তু আপনার মতো ভালবাসতে কে পারবে?” এই কথার উত্তরে ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা বলেন, “অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব দেখে আমার স্ত্রী খুব খুশি হবেন।”
একাধারে বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর ২৫ লক্ষ টাকার প্রশ্নে আটকে যান ধারা। বাড়ি ফিরতে হয় সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’ শুরু হয়েছে ১১ অগস্ট থেকে।