Deepika Padukone

দীপিকার মা হওয়ার বর্ষপূর্তি, মেয়ে দুয়াকে জন্মদিনে ভালবেসে কী উপহার দিলেন নায়িকা?

দুয়ার জন্মদিনে এলাহি কোনও আয়োজন নয়, বরং ঘরোয়া ভাবে পালন করা হয়েছে। মেয়ের জন্য কী করলেন মা দীপিকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৮
Share:

দুয়ার জন্মদিনে কী করলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। তার পর দীপাবলির সময়ে মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এই বছর, ৮ সেপ্টেম্বর ছোট্ট দুয়ার বয়স হল এক। মেয়ের জন্মদিনে ভালবাসার প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

দুয়ার জন্মদিনে এলাহি কোনও আয়োজন নয়, বরং ঘরোয়া ভাবে পালন করা হয়েছে। মেয়ের জন্য নিজের হাতে চকোলেট কেক বানান দীপিকা। এটাই তাঁর ‘লভ ল্যাঙ্গোয়েজ’ বলেই জানিয়েছেন অভিনেত্রী।

দুয়ার বয়স এক বছর, যদিও এখনও মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি দীপিকা। বার বার অনুরোধ করেছেন, যেন এই গোপনীয়তা রক্ষা করেন ছবিশিকারিরা। কিন্তু, এত সাবধানতা সত্ত্বেও ফাঁস হয়ে গেল খুদের মুখ। সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (আনন্দবাজার ডট কম সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি), যেখানে দীপিকা-রণবীরের মেয়ের মুখ দেখা যাচ্ছে বলে দাবি। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে রয়েছে এক শিশুকন্যা এবং তার মুখ পরিষ্কার বোঝাই যাচ্ছে। অনুরাগীদের দাবি, ওই শিশুকন্যা দীপিকা-রণবীরের মেয়ে। সেই সঙ্গে এটাও স্পষ্ট বোঝা যায় যে, যিনি মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন তাঁর উপর বেজায় চটেছেন ‘পিকু’র অভিনেত্রী। ভিডিয়ো রেকর্ড করতে বারণ করতেও দেখা যায় নায়িকাকে। যদিও প্রথম বার দুয়াকে দেখে ভালবাসায় ভরিয়ে দেন অনেক অনুরাগী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement