সানির সঙ্গে জুটি বাঁধলেন অলোকনাথ?

এ বার সানি লিওনের নায়ক হলেন অলোকনাথ? অবাক হলেন তো। ভাবছেন এমন কী চিত্রনাট্য যেখানে অলোকনাথের সঙ্গে জুটি বেঁধেছেন সানি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৪
Share:

এ বার সানি লিওনের নায়ক হলেন অলোকনাথ? অবাক হলেন তো। ভাবছেন এমন কী চিত্রনাট্য যেখানে অলোকনাথের সঙ্গে জুটি বেঁধেছেন সানি?

Advertisement

আসলে, তামাক বিরোধী প্রচারের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে সানির সঙ্গে অভিনয় করেছেন অলোকনাথ। বিজ্ঞাপনে হরিয়ানার এক দেহাতি মহিলার চরিত্রে দেখা যাবে সানিকে। এই ধরনের চরিত্রে এর আগে নায়িকাকে দেখেননি দর্শক।

সানি, অলোকনাথ ছাড়াও অভিনেতা দীপক ডোবরিওয়াল থাকছেন এই বিজ্ঞাপনে। অলোকনাথের চরিত্রই গল্পে মূল টুইস্ট নিয়ে আসবে। ধুমপান থেকে ক্যানসার এবং তার জেরে মৃত্যুর মতো সিরিয়াস বিষয় নিয়ে কমিকের মোড়কে সমাজে বিশেষ বার্তা দেওয়ার জন্যই এই বিজ্ঞাপন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আর কয়েক দিনের মধ্যেই ডিজিটাল দর্শকরা এই বিজ্ঞাপন দেখতে পাবেন।

Advertisement

আরও পড়ুন

প্রিয়ঙ্কা চোপড়াকে হিংসে করেন সানি লিওন!

সানি লিওন: দেখালেন তিনি দেখালেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement