Entertainment News

কাস্টিং কাউচ বাস্তব, আমার জীবন তার প্রমাণ, বললেন সানি

সানির বায়োপিক ‘করণজিত্ কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পেয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৯
Share:

সানি লিওন। ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কাস্টিং কাউচ সিনে ইন্ডাস্ট্রির খুব পরিচিত শব্দ। বহু সময় বহু তারকা এ নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন কেউ। কেউ আবার নিজের অভিজ্ঞতা কখনও শেয়ার করতে চাননি। এ বার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সানি লিওন

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের সানি জানান, কাস্টিং কাউচ সব সময়ই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে। এটাই বাস্তব। তাঁর কথায়, ‘‘কাস্টিং কাউচকে যদি আমরা অস্বীকার করি, আমরা এগোতে পারব না। পিছিয়ে পড়ব। আমার নিজের জীবনই তার সবচেয়ে বড় উদাহরণ।’’

সানির বায়োপিক ‘করণজিত্ কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পেয়েছে। তার প্রচারে চেন্নাইতে গিয়ে কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি নিজে কাস্টিং কাউচের শিকার কিনা, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তবে এ বিষয়ে তাঁর মন্তব্যে সে ইঙ্গিত ছিল বলেই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

Advertisement

আরও পড়ুন, তৈমুরের পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন করিনা?

সানির মতে, ইন্ডাস্ট্রিতে ভাল পরিবর্তন অনেক কিছু হয়েছে। যত বেশি পেশাদার হবেন সকলে, তত কাস্টির কাউচের সমস্যা দূরে সরে যাবে বলেও মনে করেন তিনি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement