সহ-অভিনেতাকে চড় মারলেন সানি লিওন!

অভিনেতা রজনীশ দুগ্গলকে চড় মারলেন সানি লিওন। এক-দু’বার নয়, মোট ছ’বার! তা-ও আবার প্রকাশ্যে এক পানশালায়। হ্যাঁ, বি-টাউন সূত্রে এমনটাই খবর। না, তবে বাস্তবে নয়। সানির পরবর্তী ছবি ‘বেইমান লভ’-এর শুটিংয়ে এমন দৃশ্যই শুট করতে হয়েছে সানি-রজনীশকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৩
Share:

ছবি: ফেসবুক।

অভিনেতা রজনীশ দুগ্গলকে চড় মারলেন সানি লিওন। এক-দু’বার নয়, মোট ছ’বার! তা-ও আবার প্রকাশ্যে এক পানশালায়। হ্যাঁ, বি-টাউন সূত্রে এমনটাই খবর। না, তবে বাস্তবে নয়। সানির পরবর্তী ছবি ‘বেইমান লভ’-এর শুটিংয়ে এমন দৃশ্যই শুট করতে হয়েছে সানি-রজনীশকে।

Advertisement

সূত্রের খবর, পারফেক্ট শটের জন্য সানি ছ’বার চড় মারেন রজনীশকে। মুম্বইয়ের এক পানশালায় এই শুটিং হয়। শোনা যাচ্ছে, চড় মারতে গিয়ে রজনীশের নাকেও আঘাত লাগে। সানি নাকি এর জন্য ক্ষমাও চেয়ে নেন।

পরিচালক রাজীব চৌধুরী পরিচালিত এই ফিল্মের একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে এখন। গত বছর জুন থেকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রোম্যান্টিক এই ফিল্মটির। সিনেমায় গোটা ছয়েক অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাবে সানি এবং রজনীশকে। এর আগে ‘এক পহেলি লীলা’ ছবিতেও এই দু’জন এক সঙ্গে কাজ করেছেন। এটা মানতেই হবে যে, রজনীশ এই ছবির জন্য বেশ ডেডিকেটেড। না হলে পারফেক্ট একটা শটের জন্য পর পর ছ’টা চড় খেলেন তিনি!

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

এ বার সানিকে চান হৃতিক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement