সলমনের জন্মদিনে বড় চমক! ছবি: সংগৃহীত।
বরফাবৃত উপত্যকা। চারিদিকে নিস্তব্ধতা। সেখানেই রক্তাক্ত সলমন খান। তাঁর কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির প্রথম ঝলকে এই বেশেই দেখা দিয়েছিলেন তিনি। তার পর থেকেই এই ছবি ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে ওঠে। আগামী ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজানের জন্মদিনে নাকি আরও বড় চমক আসতে চলেছে।
শোনা যাচ্ছে, সলমনের জন্মদিনেই প্রকাশ হতে চলেছে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির পরবর্তী ঝলক। সূত্রের খবর, “ছবির নির্মাতা ও কলাকুশলীরা বেশ কিছু দিন ধরেই এই ঝলক তৈরির কাজ করছেন। সকলেরই মত, এই ঝলক প্রকাশের সেরা সময় হল ২৭ ডিসেম্বর। সারা বিশ্বকে গলওয়ান উপত্যকার লড়াইয়ের সঙ্গে পরিচয় করাবে এই ঝলক। এই ছবি কোন মাপে তৈরি হচ্ছে, সেই সম্পর্কে দর্শকের ধারণাও স্পষ্ট হবে।”
এই ছবিতে নাকি সলমনকেও এমন রূপে দেখা যাবে, যেমন তাঁকে আগে কখনও দর্শক দেখেননি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘সিকন্দর’। তবে সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এমনকি, মুক্তির কিছুক্ষণের মধ্যেই গোটা ছবি ফাঁস হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। পাশাপাশি লরেন্স বিশ্নোইয়ের হুমকি তাড়া করে বেড়িয়েছিল তাঁকে। তার মধ্যেই কাজ করেছেন তিনি ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির জন্য। তাই সলমনের অনুরাগীরা রয়েছেন অপেক্ষায়। তাঁদের প্রত্যাশা, পর পর বেশ কয়েকটি ছবি অসফল হওয়ার পরে সলমন হয়তো এই ছবিতে বড়সড় ‘কামব্যাক’ করবেন।
উল্লেখ্য, এই ছবির পরিচালনা করেছেন অপূর্ব লখিয়া। সত্য ঘটনার ভিত্তিতে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে।