বড়দিনে কোন ছবি-সিরিজ় দেখবেন ছবি: সংগৃহীত।
বাঙালির কাছে বড়দিন বরাবরই বিশেষ। পিকনিক করে, চিড়িয়াখানায় বেড়িয়ে, সার্কাস দেখে অথবা পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় খাবার খেয়ে বড়দিন উদ্যাপন করে বাঙালি। তবে ভিড়ে গা ভাসাতে চান না অনেকেই। তাঁদের জন্য রয়েছে বিশেষ কিছু ছবি, যা বড়দিনের আবহেই মন ভাল করবে। ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ক্যারলস, কেক, ওয়াইনের আবহ নিমেষে এনে দিতে পারে এই ছবি ও সিরিজ়গুলি। বাড়িতে বসেই তাই ওটিটিতে ডুব দিতে পারেন।
১) শ্যাম্পেন প্রবলেমস: ডিসেম্বর অঘোষিত প্রেমের মাস। তাই এই সময়ে হলিউডের এই রম-কম ছবি দেখতেই পারেন। আমেরিকানিবাসী সিডনি প্রাইস ফ্রান্সে যায় এক বিশেষ ধরনের শ্যাম্পেন কিনতে। সেখান থেকেই শ্যাম্পেন বিক্রেতার পুত্রের সঙ্গে তার প্রেম শুরু। কী ভাবে সেই প্রেম এগোয় বড়দিনের আবহে। ধরা পড়বে সেই গল্প। নেটফ্লিক্সে রয়েছে এই ছবি।
২) আ ভেরি জোনাস ক্রিসমাস মুভি: নিক জোনাস ও তাঁর ভাইদের নিয়ে তৈরি এই ছবির মূল বিষয়ই বড়দিন। সমস্ত রকমের সমস্যা পার করে লন্ডন থেকে নিউ ইয়র্ক যান জোনাস ব্রাদার্স। তাঁদের একমাত্র উদ্দেশ্য, পরিবারের সঙ্গে বড়দিন পালন করা। এই কমেডি ছবি দেখা যাচ্ছে জিও হটস্টারে।
৩) টিনসেল টাউন: প্রাইম ভিডিয়ো ও অ্যাপল টিভিতে রয়েছে এই রম-কম। বড়দিন উপলক্ষে এক প্রতিযোগিতায় যোগ দেন হলিউডের এক তারকা। সেখান থেকেই গল্প এগোয়। হলিউডের তারকাকে কেন্দ্র করে ছবি। তাই ছবির নাম এমন। তবে পরতে পরতে রয়েছে বড়দিনের আবহ।
৪) আ রয়্যাল মন্টানা ক্রিসমাস: প্রিন্সেস ভিক্টোরিয়া বড়দিনের জন্য পালিয়ে যান, তার পর তার দেখা হয় তার প্রাণের পুরুষের সঙ্গে। রাজকীয় জীবন না কি ভালবাসা, কোনটি বেছে নেন তিনি, দেখানো হয়েছে এই রম-কম ছবিতে। প্রাইম ভিডিয়োয় রয়েছে এই ছবি।
৫) এমিলি ইন প্যারিস (সিজ়ন ৫): প্রথম সিজ়ন থেকেই এই ওয়েব সিরিজ়ে রয়েছে রঙিন বড়দিনের আবহ। সিরিজ়ের নায়ক চরিত্র অর্থাৎ গ্যাব্রিয়েল নিজেই একজন রন্ধনশিল্পী। তাঁর হাতে বাননো কেক, টার্কির মাংস নানা দৃশ্যই উঠে এসেছে। এ বারের সিজ়নেও রয়েছে বড়দিনের নানা মুহূর্ত। ইতিমধ্যেই লিলি কলিন্স ও লুকাস ব্রাভোর এই সিরিজ় নেটফ্লিক্সে ট্রেন্ডিং।