‘বুকে জড়িয়ে বাড়ি নিয়ে যাব’

‘ভাল করে বুকে জড়িয়ে ধরুন, তার পর বাড়ি নিয়ে যান।’ এই উক্তি খোদ সানি লিওনের। কিন্তু কাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে যেতে চান নায়িকা? শুনলে কিন্তু অবাক হবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ১৩:০১
Share:

‘ভাল করে বুকে জড়িয়ে ধরুন, তার পর বাড়ি নিয়ে যান।’ এই উক্তি খোদ সানি লিওনের।

Advertisement

কিন্তু কাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে যেতে চান নায়িকা? শুনলে কিন্তু অবাক হবেন।

সানির পশুপ্রেমের কথা তো আগেই শুনেছেন। বাড়িতেও তাঁর একাধিক কুকুর রয়েছে পোষ্য হিসেবে। এমনকী পোষা কুকুরকে নিজের ছেলে হিসেবে দেখেন নায়িকা। সম্প্রতি বিদেশ থেকে কুকুর আমদানি নিষিদ্ধ করেছে ভারত। সে প্রসঙ্গেই সানি বলেছেন, ‘‘বিদেশ থেকে কুকুর আনার কী প্রয়োজন? রাস্তায় কত কুকুর খেতে না পেয়ে মারা যায়। আমি তাদেরই বুকে জড়িয়ে বাড়ি নিয়ে যেতে চাই। সকলকেও তা-ই বলব।’’

Advertisement

সানি মনে করেন, কাউকে উপহার হিসেবেও পশুপাখি দেওয়া উচিত। তিনি নিজেও এই ধরনের উপহার পেলে খুশি হন বলে জানিয়েছেন নায়িকা।

আরও পড়ুন, শাহরুখের সঙ্গে ন’বার…! কী করলেন সানি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement