অতীত নিয়ে খোঁচা, সানি বললেন কোনও অনুতাপ নেই

বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর এখনও ইন্ডাস্ট্রিতে তাঁর কি এটাই পরিচয়? পর্ন কুইন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ১৪:০২
Share:

তিনি প্রাক্তন পর্ন কুইন। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর এখনও ইন্ডাস্ট্রিতে তাঁর কি এটাই পরিচয়? সম্প্রতি সানি লিওনের একটি টেলিভিশন সাক্ষাত্কার অন্তত তেমন প্রশ্নের মুখোমুখি করছে বলিউডকে। ওই সাক্ষাত্কারে সানিকে যে সব প্রশ্ন সামলাতে হয়েছে তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।

Advertisement

সানিকে প্রশ্ন করা হয়, ‘‘পর্ণ তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়?’’ তার উত্তরে সপাটে ব্যাট চালান সানি। বলেন, ‘‘যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে ভাবিই না। হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব। সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না।’’

এই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সত্যিই কি এ ভাবে কারও অতীত নিয়ে খোঁচা দেওয়া সাংবাদমাধ্যমের কাজ? ক্যামেরার সামনে সানি লিওনকে বিব্রত করাই কি মূল উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর না মিললেও সানির পাশেই দাঁড়িয়েছেন বলিউডের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ার সমর্থনও সানির দিকেই। কারণ, তাঁর অতীত জীবন থেকে বেরিয়ে এসে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে চাইছেন তিনি। কোনও অনুতাপ নেই, বরং আছে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা। আর সেই চেষ্টাকেই কুর্নিশ করার বদলে অকারণ খোঁচা দেওয়া হয়েছে। কিন্তু মেজাজ না হারিয়ে মাথা ঠাণ্ডা রেখেই উত্তর দিয়েছেন সানি।

Advertisement

আরও পড়ুন, ধর্ষণের জন্য দায়ী সানির বিজ্ঞাপন!

সাক্ষাত্কারের শুরু থেকে সানিকে ‘পর্ন কুইন’ বলে সম্বোধন করছিলেন ওই সাংবাদিক। প্রথমেই তাতে তাঁর ঘোর আপত্তির কথা অকপটে বলেন নায়িকা। সাংবাদিকের প্রশ্ন করা দেখে মজা করে বলেন, ‘‘আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সারা দিন আমার কথা ভাবেন। আমি অপেক্ষা করছি সে দিনের, যে দিন ওবামাও আমাকে নিয়ে কথা বলবেন।’’

গোটা সময়টা মাথা ঠাণ্ডা রেখেই উত্তর দিয়েছেন সানি। পর্ন ছবিতে অভিনয় নিয়ে খোলাখুলি জানিয়েছেন, ‘‘আমার ওটা কখনও ভালগার মনে হয়নি। বরং কাজটা সুন্দর আর সেক্সি বলেই মনে হত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement