Surveen Chawla

‘প্যান্টের ভিতর থেকে কিছু একটা বার করল, তার পর...’ মাত্র ১৫ বছর বয়সে কী দেখতে হয় সুরভীনকে?

রুপোলি পর্দায় পা রাখার পর নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে সুরভীনকে। তবে কিশোরী বয়সে এমন এক অভিজ্ঞতা হয় যাঁর ভয় এখনও কাটেনি।

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২১:১০
Share:

কিশোরী বয়সে কোন অভিজ্ঞতার সম্মুখীন হন সুরভীন? ছবি: সংগৃহীত।

২০০৩ সালে ‘কহি তো হোগা’ ধারাবাহিকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ সুরভীনের। বড় পর্দার সঙ্গে পরিচয় কন্নড় ছবির মাধ্যমে। এর পরে বলিউড। ‘হেট স্টোরি ২’, ‘আগলি’, ‘পার্চড’-এর মতো ছবিতে নজর কেড়েছেন অভিনেত্রী। টিভি পর্দা ছাড়ার পর অভিনেত্রীকে বরাবর সাহসী চরিত্রেই দেখা গিয়েছে। যদিও রুপোলি পর্দায় পা রাখার পর নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে কিশোরী বয়সে এমন এক অভিজ্ঞতা হয় যে, সেই আতঙ্ক আজও ভোলেননি সুরভীন।

Advertisement

ওই কিশোরী বয়সে সুরভীন এক দিন দেখেন, এক পুরুষ প্যান্টের ভিতরে হাত রেখে, তার পর শুরু করেন হস্তমৈথুন। সেই ঘটনা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি খেলছিলাম। বাইকে চড়ে মাথায় পাগড়ি বাঁধা একটা লোক এল। সে আমাকে দেখে কিছু একটা প্যান্ট থেকে বের করল। তার পরই কিছু একটা শুরু করল। অল্প সময়ে বুঝতে পারি, সে হস্তমৈথুন করছে। আমি পিছন ফিরে দৌড় দিই।’’ তবে কিশোর বয়সে নয়, বলিউডে ‘কাস্টিং কাউচ’র শিকার হন সুরভীন। তাঁকে এক পরিচালক জোর করে চুমু খেতে চান। তাঁর বিয়ে ও স্বামীর খবরাখবর নিয়ে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। সে বার পালিয়ে বাঁচেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement