Entertainment news

ভংসালীকে চড়! প্রতিবাদে নাম থেকে রাজপুত সরালেন সুশান্ত

জয়পুরে ‘পদ্মাবতী’র সেটে পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর উপর ‘রাজপুত করণী সেনা’র হামলার প্রতিবাদে গর্জে উঠেছে বলিউডের একাংশ। টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন এই ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৩:৩০
Share:

জয়পুরে ‘পদ্মাবতী’র সেটে পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর উপর ‘রাজপুত করণী সেনা’র হামলার প্রতিবাদে গর্জে উঠেছে বলিউডের একাংশ। টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন এই ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন। ভংসালীর উপর হামলার পরেই মুখ খোলেন কর্ণ জোহর। এ বার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন সুশান্ত সিংহ রাজপুত।

Advertisement

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক দিনের জন্য তাঁর নাম থেকে ‘রাজপুত’ পদবী সরালেন সুশান্ত। স্পষ্ট করে দিলেন, সব রাজপুত এই ঘটনাকে সমর্থন করে না।

আরও পড়ুন:‘আমি ভুল সময়ের ঠিক মানুষ’

Advertisement

তিনি টুইটারে এ বিষয়ে পোস্ট করে জানান, যাঁরা এই হামলার সঙ্গে যুক্ত, তাঁরা গোটা রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধি নন। অভিনেতার এই অভিনব প্রতিবাদকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। কিছু মানুষ বলতে শুরু করেছেন, সুশান্ত রাজপুত সম্প্রদায়ের মানুষ হয়ে, এই ধরনের কাজ কী করে করলেন! তবে তাঁর পিছনে দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই।

সুশান্ত সিংহ রাজপুতের টুইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement