সুশান্তের ভিসেরার মাত্র কুড়ি শতাংশ বেঁচে! আপাতত হাত দিচ্ছে না সিবিআই  

বাকি ৮০ শতাংশই নিজেদের তদন্তের স্বার্থে ব্যবহার করেছে মুম্বই পুলিশ। তাই আপাতত তাতে হাত দেবে না বলেই জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ২০:৫৭
Share:

সুশান্ত সিংহ রাজপুত।

বড় চ্যালেঞ্জের মুখে সিবিআই। সুশান্তের দেহ থেকে ভিসেরা পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার মাত্র কুড়ি শতাংশ অবশিষ্ট রয়েছে আর। বাকি ৮০ শতাংশই নিজেদের তদন্তের স্বার্থে ব্যবহার করেছে মুম্বই পুলিশ। তাই আপাতত তাতে হাত দেবে না বলেই জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি।

Advertisement

যে পরীক্ষাগারে সুশান্তের ভিসেরা পরীক্ষা হয়েছিল মুম্বইয়ের সেই কালিনা ল্যাব সূত্রে জানা যাচ্ছে, মূল ৮০ শতাংশই তদন্তের জন্য এর আগে ব্যবহার করেছে মুম্বই পুলিশ। এর মধ্যে রয়েছে অভিনেতার ডিএনএ নির্ধারণের জন্য রক্তের নমুনা ইত্যাদি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মাত্র ২০ শতাংশ দিয়ে কি আদপে সুচারু তদন্ত সম্ভব? ভিসেরা রিপোর্ট ছাড়াও ওই ল্যাবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা কিছু ওষুধের পাতা এবং সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল। ল্যাব সূত্রে জানা যাচ্ছে, তা-ও সংগ্রহ করা আছে পরীক্ষাগারেই।

ইতিমধ্যেই দু’বার মুম্বইয়ের কুপার হাসপাতালে গিয়েছে সিবিআই। এখানেই সুশান্তের ময়নাতদন্ত হয়েছিল। কথা হয়েছে চিকিৎসকদের সঙ্গেও। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট এবং ভিডিয়ো ফুটেজও গোয়েন্দা সংস্থাটিকে হস্তান্তর করা হয়েছে। যদিও কালিনা ল্যাব থেকে ভিসেরার নমুনা এখনও সংগ্রহ করেনি সিবিআই। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে অভিনেতার বাকি কুড়ি শতাংশ ভিসেরার নমুনার প্রয়োজন নেই তাদের। এমস-এর ফরেন্সিক বিশেষজ্ঞের যে দলটি এই তদন্তে সিবিআইয়ের সঙ্গে কাজ করছে ময়নাতদন্তের রিপোর্ট এবং ভিসেরার রিপোর্ট পরীক্ষার পর যদি তারা মনে করে তবে আবারও অভিনেতার ভিসেরার নমুনা পরীক্ষার জন্য পাঠাতে পারে সিবিআই। আপাতত ওই অবশিষ্ট ভিসেরার নমুনা সংরক্ষিত রয়েছে কালিনা ল্যাবেই।

Advertisement

আরও পড়ুন- সুশান্তের বন্ধু সিদ্ধার্থ ও পরিচারক নীরজের বয়ানে ফারাক, ফের জেরা সিবিআইয়ের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement