দিশা ও সুশান্তের অপমৃত্যুর জেরে জেরবার জীবন, পুলিশের দ্বারস্থ সূর্য পাঞ্চোলি

মাসখানের আগের ঘটনা। দিশা-সুশান্ত অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে আচমকাই নাম উঠে আসে সূর্যর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, মৃত্যুর সময় নাকি সূর্যের সন্তান ছিল দিশার গর্ভে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ১৭:৫৯
Share:

বাঁ দিক থেকে দিশা, সূর্য এবং সুশান্ত।

পুলিশের দ্বারস্থ হলেন অভিনেতা সূর্য পাঞ্চোলি। সুশান্ত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশার অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে তাঁর নাম জড়িয়ে একের পর ‘ভুয়ো খবর’-এর অভিযোগে মুম্বইয়ের ভারসোভা থানায় কিছু সংবাদমাধ্যম এবং ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

Advertisement

মাসখানের আগের ঘটনা। দিশা-সুশান্ত অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে আচমকাই নাম উঠে আসে সূর্যর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, মৃত্যুর সময় নাকি সূর্যের সন্তান ছিল দিশার গর্ভে। রটতে থাকে আরও নানা খবর। নেটাগরিকদের চোখে উপযুক্ত প্রমাণ ছাড়াই রাতারাতি ‘ভিলেন’ হয়ে যান এই স্টারকিড। আগুনে ঘি পড়ে গত বুধবার বিজেপি নেতা নারায়ণ রানের এক বিবৃতিতে। রানে বলেন, গত ১৩ জুন, অর্থাৎ সুশান্তের মৃত্যুর ঠিক আগের দিন সূর্যের বাড়িতে এক হাউজ পার্টিতে আমন্ত্রিত ছিলেন রিয়া। সেখানে নাকি উপস্থিত ছিলেন বলিউডের অন্যান্য চেনা মুখ। ওই পার্টিতে উপস্থিত প্রত্যেককে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদের দাবি তোলেন তিনি।

আরও পড়ুন- আমি সুশান্তের বাবা জেনেও উত্তর দিচ্ছ না কেন? রিয়াকে লেখেন কেকে সিংহ

Advertisement

এর পরেই এক সাক্ষাৎকারে সূর্য বলেন, “এগুলো গুজব। কী প্রমাণ আছে এই সব খবরের? সুশান্তের পরিবার কি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেছে? ওর দিদিরা কি আমায় নিয়ে কিছু বলেছে? তা তো নয়। তা হলে কেন আমাকে এ ভাবে অপমান করা হচ্ছে?” তিনি আরও দাবি করেন, “আমি দিশাকে চিনিই না। কোনও দিনই ওর সঙ্গে সামনাসামনি দেখা হয়নি আমার।’’

সূর্যের জীবনে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও ২০১৩-য় অভিনেত্রী জিয়া খান আত্মহত্যায় নাম জড়িয়েছিল তাঁর। সূর্যের বান্ধবী ছিলেনজিয়া। জিয়ার ছ’পাতার সুইসাইড নোটে দায়ী করা হয়েছিল সূর্যকেই। সূর্যের বিরুদ্ধে হয়েছিল মামলাও, যা আজও চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন