Sushant Singh Rajput

সুশান্তের অভিশাপ বলিউডকে ধ্বংস করার জন্য যথেষ্ট! কেন এ কথা বললেন তাঁর দিদি?

কোনও ছবিই দর্শকের মনে ধরছে না। একের পর এক ছবির ব্যর্থতার নেপথ্যে কী? সুশান্তর অভিশাপই কি তার কারণ? কী বললেন অভিনেতার দিদি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৮
Share:

‘লাল সিংহ চড্ডা’ থেকে ‘ব্রহ্মাস্ত্র’— কোনও ছবি দেখেই খুশি নয় দর্শক। নেপথ্যে কি সত্যিই সুশান্তের ব্রহ্মাস্ত্র!

দু’বছর হয়ে গেল তিনি আর নেই। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর রেশ কেটেও যেন কাটতে চায় না। আর পরিবার? কাছের মানুষের কাছে তাঁকে হারানোর ঘা এখনও দগদগে। এত বছর পর সেই ক্ষতই আবারও প্রকাশ পেল সুশান্তের দিদি মিতু সিংহর পোস্টে।

Advertisement

শুক্রবার বিকেল থেকে ‘ব্রহ্মাস্ত্র’ দেখার হিড়িক। প্রথমত দুর্দান্ত ভিএফএক্স দেখার উত্তেজনা সঙ্গে আলিয়া রণবীর জুটির রসায়ন। যদিও মুক্তির পর থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। শেষ কিছু দিন যাবৎ বেশির ভাগ হিন্দি ছবিই দর্শকের মন জয় করতে পারছে না। আর এ বার ‘ব্রহ্মাস্ত্র’ দেখে দর্শকের এই প্রতিক্রিয়া শুনে মুখ খুললেন সুশান্তের বোন।

এক দিকে ভাই সুশান্তর ছবি আর অন্য পাশে ব্রহ্মাস্ত্রর ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘বলিউডকে ধ্বংস করার জন্য সুশান্তের ব্রহ্মাস্ত্রই যথেষ্ট। এই দেশ সব সময় সভ্য ব্যবহার, সংস্কৃতি নিয়ে সতর্ক থেকেছে। সেখানে বলিউডের এমন অসৎ মানুষরা কী ভাবে মুখ হয়ে উঠতে পারে। দিনের শেষে সত্যেরই জয় হয়।’

Advertisement

‘লাল সিংহ চড্ডা’ থেকে ‘ব্রহ্মাস্ত্র’— কোনও ছবি দেখেই খুশি নয় দর্শক। নেপথ্যে কি সত্যিই সুশান্তের ব্রহ্মাস্ত্র!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement