হৃতিক-কঙ্গনা ইস্যুতে কী বললেন সুজান?

অবশেষে মুখ খুললেন তিনি। হৃতিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের সম্পর্কের তিক্ততা এখন আদালতের দরজায় পৌঁছেছে। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করছেন তারকারা। এ অবস্থায় এত দিন মুখ বন্ধ করেছিলেন তিনি। অথচ তাঁর বয়ান শোনার জন্যই অপেক্ষা করছিলেন সকলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ১৩:৫৮
Share:

অবশেষে মুখ খুললেন তিনি। হৃতিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের সম্পর্কের তিক্ততা এখন আদালতের দরজায় পৌঁছেছে। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করছেন তারকারা। এ অবস্থায় এত দিন মুখ বন্ধ করেছিলেন তিনি। অথচ তাঁর বয়ান শোনার জন্যই অপেক্ষা করছিলেন সকলে।

Advertisement

তিনি সুজান খান। হৃতিকের প্রাক্তন স্ত্রী।

কী বলেছেন তিনি?

Advertisement

আসলে সুজান একটি মজার টুইট করেছেন। কয়েক দিন আগে মুম্বইয়ের একটি দৈনিক সুজানকে এই বিষয়ে কী ভাবছেন তা নিয়ে এক খবর করে। সেই দৈনিককে ট্যাগ করে সুজান টুইট করেন, ‘আপনারা জানতে চেয়েচিলেন আমি কী ভাবছি। আমি দুঃখিত, সেটা আপনাদের বলব না। আপনারা নিজেদের মতো করে গেস করুন।’

আরও পড়ুন, হৃতিককে শিব, নিজেকে শক্তি ভাবতেন কঙ্গনা

হৃতিক-কঙ্গনার বিদ্বেষ প্রকাশ্যে যখন তুমুল বেড়েছে ঠিক তখনই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইস্তানবুল পাড়ি দিলেন সুজান।


সুজানের টুইট। ছবি: টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement