Entertainment News

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর প্রচারে কলকাতায় মাজিদি

আগামী নভেম্বরে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কর্তৃপক্ষের তরফে মাজিদির রেট্রোস্পেক্টের প্রস্তাব দেন প্রযোজক শ্রীকান্ত মোহতা ও অরিন্দম শীল। মাজিদি তাতে সম্মতি জানিয়েছন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ১১:৪৬
Share:

মাজিদির সঙ্গে কলকাতার পরিচালকরা।

সুদূর ইরান থেকে তিনি কলকাতায় এসেছেন। ভালবাসার শহর কলকাতায়। অন্তত তাঁর উপলব্ধি এমনটাই। তিনি কিংবদন্তি পরিচালক মাজিদ মাজিদি।

Advertisement

এই মুহূর্তে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির প্রচারে কলকাতায় রয়েছেন মাজিদি। শুক্রবার এসভিএফ-এর অফিসে কলকাতার বাঙালি পরিচালকদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন এই ইরানি পরিচালক।

গতকালের অনুষ্ঠানে দোভাষীর মাধ্যমে পাওয়া গেল মাজিদির ভাবনা। তাঁর কথায়, ‘‘ছবি তৈরি হয় বন্ধুত্ব দিয়ে। কলকাতায় আসতে আমার ভাল লাগে। সত্যজিৎ রায়ের শহরে বার বার আসতে কে না ভালবাসে।’’

Advertisement

আরও পড়ুন, কপিলের ওপর আমার কোনও রাগ নেই, বললেন সুনীল

আগামী নভেম্বরে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কর্তৃপক্ষের তরফে মাজিদির রেট্রোস্পেক্টের প্রস্তাব দেন প্রযোজক শ্রীকান্ত মোহতা ও অরিন্দম শীল। মাজিদি তাতে সম্মতি জানিয়েছন।

এসভিএফ-এর সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘‘সিনেমা হল সবচেয়ে ভার্সেটাইল মাধ্যম। আর কলকাতা সব সময়ই সারা পৃথিবীর শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে। এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমরা আনন্দিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন