Swara Bhasker

স্বামী ফহাদকে ‘ছাপরি দোকানদার’ বলে কটাক্ষ! নিন্দককে কোন শিক্ষা দিলেন স্বরা ভাস্কর?

২০২৩ সালে রাজনীতিবিদ ফহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। বিয়ের পর থেকেই তাঁকে শুনতে হয়েছে নানা কুমন্তব্য। এ বার ফহাদের চেহারা নিয়ে কটাক্ষ করেন নিন্দকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১১:৩৩
Share:

স্বরার স্বামীকে ‘ছাপকি’ বলে কটাক্ষ। ছবি: সংগৃহীত।

তিনি মুখ খুললেই বিতর্ক। তাও যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখতে দু’বার ভাবেন না স্বরা ভাস্কর। কখনও রাজনৈতিক মতামতের জন্য কটাক্ষের শিকার হয়েছেন। কখনও বা ভিন্‌ধর্মে বিয়ে করার জন্য তাঁর দিকে ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। তবে পাল্টা দিয়েছেন তিনিও। আরও এক বার নিন্দকদের মুখ বন্ধ করলেন তিনি।

Advertisement

২০২৩ সালে রাজনীতিবিদ ফহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। বিয়ের পর থেকেই তাঁকে শুনতে হয়েছে নানা কুমন্তব্য। এ বার ফহাদের চেহারা নিয়ে কটাক্ষ করেন নিন্দকেরা। সম্প্রতি ছোট পর্দার অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-য় গিয়েছিলেন স্বরা ও ফহাদ। সেই অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে প্রকাশ হতেই ফহাদকে দেখে নিন্দকেরা ‘ছাপরি’ বলে আক্রমণ করতে শুরু করেন। এক নিন্দক সমাজমাধ্যমে স্বরা-ফহাদের উদ্দেশে লেখেন, “ডোংরি থেকে ছাপরি স্বামীকে একটা রিয়্যালিটি শোয়ে নিয়ে এসেছেন স্বরা ভাস্কর। স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।”

এই মন্তব্য শুনে চুপ থাকতে পারেননি স্বরা। স্পষ্ট ভাষায় তিনি সেই নিন্দককে লিখেছেন, “এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্ন মানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়।”

Advertisement

এখানেই শেষ নয়। স্বরা নিন্দককে তাঁর মন্তব্যের জন্য বলেন, “ডোংরি বা অন্য কোনও এলাকার রাস্তার দোকানদার হওয়ার মধ্যে খারাপ কিছু নেই। বুঝেছেন, জাত্যাভিমানে ভরা মূর্খের দল?” স্বরার অনুরাগীরা তাঁকে এই জবাবের জন্য কুর্নিশ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement