শরীর খারাপের মধ্যে কী ভাবে শুটিং চালাচ্ছেন স্বস্তিকা দত্ত? ছবি: সংগৃহীত।
অভিনেত্রী স্বস্তিকা দত্ত এখন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। নেপথ্যে তাঁর নতুন ধারাবাহিক। ছোটপর্দায় কাজ করতে গেলে প্রতি দিন প্রায় ১৪ ঘণ্টা শুটিং করতে হয় অভিনেতাদের। সম্প্রচার যাতে মসৃণ ভাবে হয়, তার জন্য মাসে বরাদ্দ একটা মাত্র ছুটি। ফলে পারিবারিক জীবনে বা অসুস্থতা হলে খুবই সমস্যা। নতুন কাজ শুরু হওয়ার পরেও সর্দি, কাশি, জ্বরে ভুগছেন স্বস্তিকা। কী ভাবে কাজ চালাচ্ছেন তিনি?
বেশ অনেক দিন পরে ছোটপর্দায় ফিরেছেন নায়িকা। স্টুডিয়োয় ফিরে খুশি তিনিও। মনের মতো করে সাজিয়েছেন নিজের রূপটানকক্ষ। অসুস্থতার মধ্যে শুটিং করছেন কী ভাবে? অভিনেত্রী বললেন, “এখন আমাদের সবার মনেপ্রাণে ইচ্ছা ধারাবাহিকটাকে দাঁড় করানোর। তাই শরীর খারাপকে কোনও গুরুত্ব দিতে চাই না। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আমার এমনিই ঠান্ডা লাগার ধাত। সে একটু-আধটু হবেই।”
অরিত্র মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ের সময় চোখে সমস্যা হয়েছিল অভিনেত্রীর। তা নিয়েও শুটিং চালিয়ে গিয়েছিলেন। স্বস্তিকা জানালেন, চোখের সমস্যায় যা ভুগেছিলেন তাতেও শুটিংয়ে ব্যাঘাত হতে দেননি। তাই এ ক্ষেত্রেও কোনও সমস্যা হোক চান না।
মাঝে ওয়েব সিরিজ় আর ছবির কাজেই মন দিয়েছিলেন। এখনও ধারাবাহিকের পাশাপাশি সিরিজ়, ছবিমুক্তির অপেক্ষায়। বুধবারই প্রকাশ্যে এসেছে স্বস্তিকা, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত অভিনীত নতুন সিরিজ় ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’র প্রথম ঝলক। এর পরে তাঁকে দেখা যাবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে।