swastika dutta

Swastika: আপনি কি অন্তঃসত্ত্বা? গর্ভনিরোধক প্রস্তুতকারী সংস্থার অনুষ্ঠানে যোগ দিতেই কটাক্ষ স্বস্তিকাকে

স্বস্তিকার বক্তব্য, ‘‘গর্ভনিরোধক ওষুধ নিয়ে কথা বলতে গেলে অন্তঃসত্ত্বা হতে হয় না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৭:০৪
Share:

নুসরতের মতো কটাক্ষের শিকার স্বস্তিকা

এক জনপ্রিয় গর্ভনিরোধক নির্মাতা সংস্থার ‘প্রচার মুখ’ হয়েছিলেন নুসরত জাহান। পরিবর্তে নেটাগরিকদের ব্যঙ্গ শুনতে হয়েছিল তাঁকে, ‘অন্তঃসত্ত্বা হয়েও কেন এই সংস্থার প্রচার মুখ আপনি?' একই ঘটনা এ বার স্বস্তিকা দত্তের সঙ্গে। শনিবার তিনি ওই একই সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দেন। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন এ বার তাঁকে শুনতে হচ্ছে, গর্ভ নিরোধক সংস্থার অনুষ্ঠানে স্বস্তিকা! তা হলে কি তিনিও অন্তঃসত্ত্বা? কেউ বলেছেন, ‘নুসরতের মতো এ বার আপনিও গর্ভনিরোধক ওষুধ নেওয়ার কথা বলছেন!'

Advertisement

স্বস্তিকাকে নেটাগরিকদের কটাক্ষ

জি বাংলার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে নায়িকা ‘রাধিকা’র ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাঁর জনপ্রিয়তা কমেনি। পাশাপাশি, সুরকার-সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও অজানা নয়। ইদানিং সাহসী পোশাকে, ভঙ্গিতে ফটোশ্যুট করে তিনি সেই ছবি ভাগ করে নিচ্ছেন নেটমাধ্যমে। সংস্থার অনুষ্ঠানে যোগ দিতেই তাই নড়ে বসেছেন তাঁর অনুরাগী মহল। কেউ আবার সান্ত্বনার ঢঙে বলেছেন, ‘কাজ না পেলে আর কী করবেন বলুন!’

সমস্ত কটাক্ষের তীব্র বিরোধিতা করে স্বস্তিকার বক্তব্য, ‘‘গর্ভনিরোধক ওষুধ নিয়ে কথা বলতে গেলে অন্তঃসত্ত্বা হতে হয় না। আমি জনপ্রিয়। তাই সহজেই আমার কথা সবার কাছে পৌঁছে যাবে বলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর বেশি কিছু না।’’ অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, একজন সাবালিকা গর্ভনিরোধক নিয়ে যখন তখন কথা বলতে পারেন। এটা বোঝার মতো সাবালক সমাজ কবে হবে?

অনুষ্ঠানে আয়োজিত আলোচনাচক্রের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালক-অভিনেতা সুদেষ্ণা রায়। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর আফসোস, ‘‘একুশ শতকের মাঝামাঝি পৌঁছেও এমন মানসিকতা যাওয়ার নয়। নারী স্বাধীনতার যুগে গর্ভনিরোধক সংস্থার হয়ে মুখ খুললেই ধেয়ে আসে কটূক্তি!’’ সুদেষ্ণা আরও বলেন, তিনি তাঁর ‘ক্রস কানেকশন ২’ সিরিজে এই মানসিকতার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। বার্তা দিয়েছিলেন, কোনও প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের ব্যক্তিগত অনুভূতি নিয়ে কখনও আঙুল তোলা উচিত নয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন