Swastika Dutta

অসহ্য যন্ত্রণায় কাতর! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল অভিনেত্রীকে, কী হয়েছে স্বস্তিকার?

ছবির শুটিং চলাকালীন প্রবল যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২২:২০
Share:

স্বস্তিকা দত্ত। —ফাইল চিত্র।

গুরুতর অসুস্থ স্বস্তিকা দত্ত। ছবির শুটিং চলাকালীন প্রবল যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, হঠাৎ কী ভাবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

Advertisement

স্বস্তিকা লিখেছেন, “আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনও কারণ থাকে। গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

কিন্তু ঠিক কী হয়েছিল স্বস্তিকার? তিনি জানান, তাঁর কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। অভিনেত্রী বলেন, “কী ভাবে, কখন, কোথায়, আমি জানি না। সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত সহ-অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিং-এর দিন ক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।

Advertisement

তবে ঠিক কী হয়েছে এ অভিনেত্রীর চোখে, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement