Entertainment News

স্বস্তিকার সব ছবিই নাকি ডমিনেট করে এক বিশেষ মানুষ!

আসল বিষয়টা ঠিক কী? সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিয়েছেন স্বস্তিকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৯:৪৯
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও নিজের কাজের আপডেট, কখনও বা ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেন। এ বার সেখানেই শেয়ার করলেন এমন একজনের কথা যে নাকি স্বস্তিকাকে সব ছবিতেই ডমিনেট করে! এই দাবি করলেন খোদ নায়িকা।

Advertisement

আসল বিষয়টা ঠিক কী? সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিয়েছেন স্বস্তিকা?

না! এর মধ্যে কোনও গসিপ নেই। আর ছবি অর্থাত্ সিনেমা নয়। ফোটোগ্রাফ। স্বস্তিকাকে নাকি ফোটোফ্রেমে ডমিনেট করে তাঁর বোন অজপার ছেলে শিব। মাসির সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট শিবকেও। যে হাত দিয়ে স্বস্তিকার মুখ আড়াল করে দিয়েছে। সে কারণেই ফ্রেম এই খুদে ডমিনেট করছে বলে লিখেছেন নায়িকা। সব মিলিয়ে রবিবারের একান্ত পারিবারিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা।

Advertisement

আরও পড়ুন ছেলেকে ক্যানসারের খবর দেওয়াটা কঠিন ছিল বলছেন সোনালি

আরও পড়ুন ছেলেকে ক্যানসারের খবর দেওয়াটা কঠিন ছিল বলছেন সোনালি 🤦🏼‍♀️

🤦🏼‍♀️

আরও পড়ুন ছেলেকে ক্যানসারের খবর দেওয়াটা কঠিন ছিল বলছেন সোনালি 🤦🏼‍♀️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement