Entertainment News

প্রিয় বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে স্বস্তিকা লিখলেন…

ছোট থেকেই মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছেন স্বস্তিকা। দিন কয়েক আগে ১৯ বছরে পা দিলেন অন্বেষা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৫:৪১
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রিয় বন্ধু কে? অনুমান করতে পারেন? সেই প্রিয় বন্ধু আবার নায়িকার ওপর অভিভাবকত্বের দাবি রাখে…।

Advertisement

না! স্বস্তিকার বাবা সন্তু মুখোপাধ্যায় নন। স্বস্তিকার প্রিয় বন্ধু তাঁর মেয়ে অন্বেষা। এ কথা বহুবার প্রকাশ্যে বলেছেন নায়িকা।

ছোট থেকেই মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছেন স্বস্তিকা। দিন কয়েক আগে ১৯ বছরে পা দিলেন অন্বেষা। পড়াশোনার কারণে মুম্বইতে থাকেন তিনি। সদ্য মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘খাওয়া, ঘুম, ভালবাসা…। ফের একই কাজ। যখন সবচেয়ে ভাল সঙ্গী থাকে…।’

Advertisement

আরও পড়ুন, বিয়ে ব্যাপারটাই ভীষণ স্বপ্নের মতো আমার কাছে, বললেন অঙ্কিতা

গত ১৮ জানুয়ারি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’। স্বস্তিকার সঙ্গে সৃজিতের ব্যক্তিগত রসায়ন নিয়ে একসময় সরগরম ছিল ইন্ডাস্ট্রি। এই ছবিতে ফের এক সঙ্গে এই জুটি কাজ করায় সে সম্পর্ক নিয়ে নতুন করে গসিপ হয়েছিল, এ কথা ঠিক। তবে স্বস্তিকার পারফরম্যান্স দর্শকদের একটা বড় অংশের পছন্দ হয়েছে। ফলে কেরিয়ার হোক বা ব্যক্তিজীবন, তিনি যে নিজের শর্তেই বাঁচেন তা আরও একবার স্বস্তিকা প্রমাণ করলেন বলেই মনে করেন অনেকে।

eat.sleep.love.repeat. When you have the best company @anwesha24

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement