Entertainment News

স্বস্তিকার জীবনের শাইনিং স্টার কে?

নিজের জীবনের শাইনিং স্টারের কথা জানিয়েছেন স্বস্তিকা স্বয়ং। শেয়ার করেছেন তাঁর ছবিও। বিষয়টি ঠিক কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১৬:৫৮
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে নিয়ে এমনিতেই প্রবল কৌতূহল দর্শকদের। আর যদি তাঁর জীবনের শাইনিং স্টারের খোঁজ পাওয়া যায়— তা হলে কৌতূহল বাড়বে বইকি!
নিজের জীবনের শাইনিং স্টারের কথা জানিয়েছেন স্বস্তিকা স্বয়ং। শেয়ার করেছেন তাঁর ছবিও। বিষয়টি ঠিক কী?
আসলে শনিবার বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বাবা। দ্য শাইনিং স্টার অব মাই লাইফ।’
বাবাকে জন্মদিনে অভিনব অভিনন্দন জানিয়েছেন স্বস্তিকা। সন্তুর সঙ্গে বাবার থেকে তাঁর বন্ধুর সম্পর্ক বেশি। আর মা চলে যাওয়ার পর থেকে বাবা যেন সন্তানের মতো।
কয়েক মাস আগে বাবা-মেয়ের জুটি একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করেছেন ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই ছবিটি সেই সময়ে তোলা।

Advertisement

আরও পড়ুন, ‘মা দুর্গার বুক নিয়েও কমেন্ট করছে লোকে, আমি তো কোন ছার’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement