সিডনি ফ্যাশন ফান্ডা

কোথাও সোহাগী লাল গাউনে সেজেছে মোম শরীর, কোথাও ঘাড় ছোঁয়া সোনালী চুলের মায়ায় মিশেছে অফ শোল্ডার কালো গাউনের আভিজাত্য। আবার কোথাও বা গম রঙা ত্বককে বিকিনি ভালবেসেছে আপন করে। জয়সন ব্রান্ডসডন, মাটিসেভস্কি, অ্যালিক ম্যাককলের ডিজাইনে ২০তম সিডনি ফ্যাশন উইকের মঞ্চে ঝড় তুলছেন মডেলরা।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০২:৫৯
Share:

কোথাও সোহাগী লাল গাউনে সেজেছে মোম শরীর, কোথাও ঘাড় ছোঁয়া সোনালী চুলের মায়ায় মিশেছে অফ শোল্ডার কালো গাউনের আভিজাত্য। আবার কোথাও বা গম রঙা ত্বককে বিকিনি ভালবেসেছে আপন করে। জয়সন ব্রান্ডসডন, মাটিসেভস্কি, অ্যালিক ম্যাককলের ডিজাইনে ২০তম সিডনি ফ্যাশন উইকের মঞ্চে ঝড় তুলছেন মডেলরা। বেক অ্যান্ড ব্রিজ-এর লেটেস্ট কালেকশনও ধরা দিয়েছে মডেল কন্যেদের শরীর জুড়ে। রয়েছে লি ম্যাথিউজের সামার কালেকশনের সম্ভার। অন্য দিকে ‘পিইটিএ’-র আন্দোলনকারীরা মঞ্চের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন। পশুর লোম, চামড়া ব্যবহার করে পোশাক বানানোর বিরোধিতায় পথে নেমেছিলেন তাঁরা। সব মিলিয়ে এক ঝলকে সিডনি ফ্যাশন উইক।

Advertisement

ছবি : এএফপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement