Entertainment News

শর্মিলার বায়োপিকে অভিনয় করছেন তাপসী?

১৬ বছরের অনশন সদ্য ভেঙেছেন। নাকে নল, কোঁকড়া চুলের আধশোয়া চেহারাটা খবরের দৌলতে পরিচিত আম-আদমির কাছেও। তাঁর লড়াই নিয়ে সচেতন না হলেও আম-পাঠক সচেতন তাঁর অনশন নিয়ে। মণিপুরের সেই লৌহমানবী ইরম শর্মিলা চানুকেই এ বার অন্য একটা ফর্মে দেখবেন দর্শক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৫
Share:

১৬ বছরের অনশন সদ্য ভেঙেছেন। নাকে নল, কোঁকড়া চুলের আধশোয়া চেহারাটা খবরের দৌলতে পরিচিত আম-আদমির কাছেও। তাঁর লড়াই নিয়ে সচেতন না হলেও আম-পাঠক সচেতন তাঁর অনশন নিয়ে। মণিপুরের সেই লৌহমানবী ইরম শর্মিলা চানুকেই এ বার অন্য একটা ফর্মে দেখবেন দর্শক। কারণ ইম্ফলের আইকনকে নিয়ে বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক বিকাশ কে দ্বিবেদী।

Advertisement

সূত্রের খবর, এটাই বিকাশের ডেবিউ ছবি। বছরের পর বছর একটা আন্দোলনের মুখ হয়ে থাকা শর্মিলাকেই তিনি বিষয় হিসেবে বেছে নিয়েছেন। সম্ভবত হনসল মেহতা ছবিটি প্রযোজনা করবেন। তবে বড় খবর হল, শর্মিলার চরিত্রে সম্ভবত অভিনয় করবেন তাপসী পান্নু।

দিন কয়েকের মধ্যেই মুক্তি পাবে ‘পিঙ্ক’। সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাপসী। এর পরের বড় প্রজেক্ট শর্মিলা চানুর বায়োপিক। জানা গিয়েছে, অফার পাওয়ার পর তাপসীও ছবিটি করতে বেশ আগ্রহ দেখিয়েছেন। তবে সই করার আগে আরও একবার চিত্রনাট্য পড়ে দেখতে চান নায়িকা।

Advertisement

আরও পড়ুন, ‘ঠিক এমন এভাবে’ মিমির প্রেমে পড়লেন যশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন