Entertainment news

‘পিঙ্ক’ দেখে ক্যাফে বানালেন ওঁরা, পাশে দাঁড়ালেন তাপসী

কোনও কোনও সিনেমা মানুষকে প্রবল ভাবে অনুপ্রাণিত করে। পর্দায় যা দেখেন, ব্যক্তি বা সমাজ জীবনেও অনেকে তা করে দেখতে চান। ‘পিঙ্ক’ তেমন প্রভাবই ফেলল এক দল যুবতীর উপর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৮
Share:

ফাইল চিত্র।

কোনও কোনও সিনেমা মানুষকে প্রবল ভাবে অনুপ্রাণিত করে। পর্দায় যা দেখেন, ব্যক্তি বা সমাজ জীবনেও অনেকে তা করে দেখতে চান। ‘পিঙ্ক’ তেমন প্রভাবই ফেলল এক দল যুবতীর উপর। ছবিটি দেখার পর ম্যাঙ্গালোরের ওই ৬ যুবতী নিজেরাই একটা ক্যাফে খুলে ফেলেন। নাম দিয়েছেন ‘পিঙ্ক ক্যাফে’। সেখানে মালিক থেকে ক্যাশিয়ার বা কর্মচারী— সকলেই নারী। এ বার সেই ক্যাফে স্পনসরের দায়িত্ব নিলেন ‘পিঙ্ক’-এর অভিনেত্রী তাপসী পান্নু।

Advertisement

বেশ কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে ‘পিঙ্ক’। ওই ছবিতে অভিনয়ের জন্য এখনও প্রতি দিন শুভেচ্ছার বন্যা বয়ে যায় অভিনেত্রী তাপসীকে ঘিরে। কিছু দিন আগে অমিতাভ বচ্চনের হাত ধরে তাঁর ছবি পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও ছবিটি দেখে প্রশংসা করেছেন। এমন একটা সময়ে তাপসী তাঁর এক ফ্যানের কাছে একটি ক্যাফের খবর পেয়েছিলেন। শোনা মাত্র তিনি ওই ক্যাফে সম্পর্কে খোঁজ নেন। জানতে পারেন, ক্যাফে তৈরির আইডিয়াটা তাঁর ‘পিঙ্ক’ দেখেই ওই মহিলাদের মাথায় আসে। তিনি আপ্লুত হয়ে পড়েন। তাঁর কথায়, ‘‘আইডিয়াটা শোনার পরেই আমার মনে হয়, একটা সিনেমা মানুষকে কী ভাবে অনুপ্রাণিত করতে পারে! ওই ক্যাফে আমার কাছে একটা পুরস্কার। শুধু উৎসাহ দেওয়াই নয়, ওঁদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। তাই ক্যাফেটি স্পনসর করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’’

আরও পড়ুন: স্পটবয়কে সিঙ্গাপুরের টিকিট উপহার দিলেন ‘পিঙ্ক’ অভিনেত্রী

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন