Entertainment News

করিনার কোন জিনিস তৈমুরের অপছন্দ?

জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে তৈমুর। এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে পরিবারের অন্দরেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৪
Share:

মা ও ছেলে। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

তাঁর পেশা অভিনয়। পেশার খাতিরেই মেকআপ নিত্যসঙ্গী। তিনি করিনা কপূর খান। কিন্তু মাকে মেকআপে দেখতে নাকি একেবারেই পছন্দ করে না ছেলে তৈমুর আলি খান। এ তথ্য প্রকাশ্যে এনেছেন সইফ।

Advertisement

সদ্য এক সাক্ষাত্কারে সইফ জানিয়েছেন, তিনি বিভিন্ন রকম পোশাক পরলে বা মেকআপ করলে তৈমুর চমকে যায় না। কিন্তু করিনা মেকআপ করে সামনে গেলেই নাকি চমকে ওঠে ছেলে। এমনকি মেকআপে যে মাকে একেবারেই সে পছন্দ করছে না সেটাও ব্যবহারে বুঝিয়ে দেয়।

জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে তৈমুর। এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে পরিবারের অন্দরেই। করিনার বাবা রণধীরের মতো কেউ কেউ মনে করেন, প্রতিদিন মিডিয়ায় তৈমুরের ছবি বেরনো উচিত নয়। আবার করিনা মনে করেন, যেটা স্বাভাবিক সেটা দেখেই বড় হওয়া উচিত ছেলের। যে কোনও জায়গায় গেলে সে যে ফোকাসে থাকবে, সে যে স্টার কিড এই বোধ তৈমুরের ছোট থেকেই তৈরি হওয়া উচিত বলে মনে করেন করিনা।

Advertisement

আরও পড়ুন, বিবাহবার্ষিকীতে ব্যক্তিগত ছবি পোস্ট করলেন শ্রেয়া

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement