Advertisement
E-Paper

বিবাহবার্ষিকীতে ব্যক্তিগত ছবি পোস্ট করলেন শ্রেয়া

সাত পাকে বাঁধা, সিঁদুর দান সব নিয়ম মেনে বিয়ে করেছিলেন এই জুটি। কোনও বলিউডি চমক নয়, তাঁদের বিয়েতে হাজির ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৩
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম তেকে গৃহীত।

দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম তেকে গৃহীত।

চার বছর আগে আজকের দিনেই বিয়ে করেছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। ছোটবলেরা বন্ধুকে বিয়ে করার আগে তাঁদের দীর্ঘ সম্পর্কের কথা খুব কম মানুষ জানতেন। চার বছরে বৈবাহিক সম্পর্ক আরও পরিণত হয়েছে। বিবাহবার্ষিকীর দিন নিজেদের একটি ছবি পোস্ট করে সে বার্তাই দিলেন গায়িকা।

শ্রেয়া তাঁর এবং শিলাদিত্যর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ চতুর্থ বিবাহবার্ষিকী। যদিও আমাদের কাছে এটা শুধুমাত্র একটা সংখ্যা। ১৪ বছর আগে আমাদের দেখা হওয়ার দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিনই স্পেশ্যাল। স্মিত হেসে সব সময়ই আমার পাশে থাক তুমি…।’

পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী শিলাদিত্য একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। সাত পাকে বাঁধা, সিঁদুর দান সব নিয়ম মেনে বিয়ে করেছিলেন এই জুটি। কোনও বলিউডি চমক নয়, তাঁদের বিয়েতে হাজির ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। শান্তনু মৈত্র, জিত্ গঙ্গোপাধ্যায়, জয় সরকার নিমন্ত্রিত ছিলেন। আসলে সহকর্মী নয়, ব্যক্তিগত বন্ধুত্বের জেরেই আমন্ত্রণ পেয়েছিলেন তাঁরা। চার বছরের বিবাহবার্ষিকীতে শ্রেয়া-শিলাদিত্যকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

আরও পড়ুন, ‘ফাগুন বউ’-এর মহুলকে এই লুকে আগে দেখেছেন?

Happy 4th Anniversary my love. @shiladitya ♥️ Although it’s just a number for us. From the day we first met 14 years ago, every day has been special because I have you to share them with. You have always been there quietly besides me with that calm loving smile for me to recline on!

A post shared by shreyaghoshal (@shreyaghoshal) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Shreya ghoshal Bollywood Celebrities Singer Music Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy