তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার হেডলাইনে থাকে তৈমুর আলি খান। সইফ-করিনার ছেলে রীতিমতো ফোকাস কেড়ে নিতে জানে। সে এ বার নাকি হাত ছাড়িয়ে পালাল! তার পর?
আসলে তৈমুরের প্রায় সব মুহূর্তই ফ্রেমবন্দি করতে চান পাপারাত্জিরা। বন্ধুদের সঙ্গে খেলার সময় ন্যানির হাত ছেড়ে দৌড়তে শুরু করেছিল এই খুদে। সেই মুহূর্তই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তৈমুরকে নিয়ে এত খবর হওয়ায় প্রশ্ন উঠেছে কপূর পরিবারের অন্দরে। ইন্ডাস্ট্রি এবং সাধারণ দর্শকও এ নিয়ে বহু মতামত দেন। কিন্তু করিনা বলেছিলেন, তৈমুরকে নাকি সাধারণ ভাবে বড় করতে চান তিনি। নায়িকা আগেই জানিয়েছিলেন, স্টার কিড হিসেবে ও যে সব জায়গায় গুরুত্ব পাবে সেটা ওর ছোট থেকেই বোঝা উচিত। ঠিক এখানেই আপত্তি জানিয়েছিলেন করিনার বাবা রণধীর কপূর। মিডিয়ায় প্রতিদিন তৈমুরের ছবি বেরনো নিয়ে তাঁর আপত্তি ছিল। ফের একটি ছবি ভাইরাল। সত্যিই কি ছোট থেকে এত অ্যাটেনশন পেয়ে সাধারণ ভাবে বড় হতে পারবে তৈমুর? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন, প্রথম সন্তানের অপেক্ষায় এই টেলি দম্পতি
A post shared by Masala! Magazine UAE (@masalauae) on
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)