Vijay Varma Tamannaah Breakup

বিয়ে নিয়ে ঝামেলা! কী কারণে সম্পর্ক ভাঙল বিজয়-তমন্নার, প্রকাশ্যে এল আসল কারণ

বিজয়-তমন্না সব সময় যেন জুটিতে হাজির হতেন। অভিনেতার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তমন্না আর সেটাই কি সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াল!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৫:২৪
Share:

বিজয়-তমন্নার প্রেম ভাঙল যে কারণে। ছবি: সংগৃহীত।

একে অপরকে চোখে হারাতেন তাঁরা। লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না বিজয় বর্মা-তমন্নার ভাটিয়ার কেউই। সম্পর্কের শুরু থেকেই সবটাই রেখেছিলেন সকলের সামনে। ‘লাস্ট স্টোরিজ়’ ওয়েব সিরিজ়ের শুটিং-এ প্রেমের শুরু। তার পর প্রায় তিন বছর পেরিয়ে গিয়েছে। বিজয়-তমন্না সব সময় যেন জুটিতে। বিজয়ের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তমন্না আর সেটাই কি সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াল!

Advertisement

শোনা গিয়েছিল ২০২৫ সালেই বিয়ে করবেন বিজয়-তমন্না। প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছিলেন যুগল। কিন্তু হঠাৎই ছন্দপতন। পথ আলাদা হল দুই তারকার! জানা গিয়েছে, সপ্তাহখানেক আগেই সম্পর্ক ভেঙেছেন তাঁরা। তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এমন নয়। একে অপরের বন্ধু হয়ে সব সময় পাশে থাকবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যে বিজয়ের সঙ্গে বেশ কিছু ছবি সমাজমাধ্যম থেকে মুছে ফেলেছেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের খবর এখনও বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরা। তবে সূত্রের খবর, এই মুহূর্তে ত্রিশ পেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। প্রেমিক বিজয়ের সঙ্গে থিতু হওয়ার কথা ভেবেছিলেন। বিয়ের জন্য খানিকটা উদ্‌গ্রীব হয়ে ওঠেন। সেই নিয়ে একাধিক বার মনোমালিন্য হয়েছে তাঁদের। সেই কারণেই বিচ্ছেদ। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি তারকা যুগল। বলিপাড়া সূত্রে খবর, বিজয়ের সঙ্গে সম্পর্কে আসার আগে তমন্নার নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির সঙ্গে। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি থেকে পাক খেলোয়াড় আব্দুল রজ্জাক। এক সময় শোনা গিয়েছিল আমেরিকার এক চিকিৎসকের সঙ্গে নাকি সম্পর্কে জড়ান অভিনেত্রী। যদিও সময়ের সঙ্গে সেই জল্পনা হাওয়ায় মিলিয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement