Entertainment News

কীসের শুটিংয়ে ব্যস্ত তনুশ্রী-রচনা?

তনুশ্রীর শেয়ার করা এই ছবিটি কি নতুন কোনও সিনেমার ইঙ্গিত দিচ্ছে? কীসের শুটিংয়ে ব্যস্ত দুই নায়িকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৫
Share:

শুটিংয়ে ব্যস্ত দুই নায়িকা। ছবি: তনুশ্রীর টুইটার হ্যান্ডেল থেকে গৃহীত।

তনুশ্রী চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়। টলিউড ইন্ডাস্ট্রির সিনিয়র এবং জুনিয়র এক সঙ্গে এক ফ্রেমে। তনুশ্রীর শেয়ার করা এই ছবিটি কি নতুন কোনও সিনেমার ইঙ্গিত দিচ্ছে? কীসের শুটিংয়ে ব্যস্ত দুই নায়িকা?

Advertisement

শুটিং তো বটেই। তবে তা কোনও সিনেমার শুটিং নয়। আসতে চলেছে ‘দিদি নম্বর ওয়ান’-এর অষ্টম সিজন। তারই শুটিংয়ে সঞ্চালিকা রচনার সঙ্গে হাজির ছিলেন তনুশ্রী।

তবে তনুশ্রী একা নন। রচনার সঙ্গে ওই আসন্ন শো-এর প্রথম দিনের এপিসোডের শুটিংয়ে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী হালদারএবং দেবশ্রী রায়। চার দিদির জমাটি খেলা দিয়ে শুরু হবে আগামী সিজন। তাঁরা যে প্রথম এপিসোডের শুটিং করছেন তা ক্যাপশনে লিখেছেন তনুশ্রী।

Advertisement

আরও পড়ুন, বিয়ে করে ফেললেন প্রিয়ম-শুভজিত্?

বেশ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশন দর্শকের পছন্দের শো ‘দিদি নম্বর ওয়ান’। তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই শো। এক কথায় নায়িকা রচনার এ যেন কেরিয়ারের সেকেন্ড ইনিংস। আসন্ননতুন সিজনের ঘোষণায় খুশি তাঁর অনুরাগীরা।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement