Tapsee Pannu

প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে প্রকৃত অর্থে বোঝা এবং দায়িত্ব পালনের বার্তা দিলেন তাপসী-রাকুলরা

ভারতের নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিলেন বলিউডের দুই নায়িকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১২:০৮
Share:

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা তাপসী এবং রাকুল।

৭২ তম প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে শুধু প্রকৃত অর্থে বোঝা এবং সেখানে উল্লেখিত কর্তব্যগুলি পালনের বার্তা দিলেন তাপসী পান্নু এবং রাকুল প্রীত সিংহ। ভারতের নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিলেন বলিউডের দুই নায়িকা।

Advertisement

তাপসী লিখলেন, ‘আমরা যতটা আমাদের সংবিধানকে উদযাপন করি, ততটা ভাল করে সেটি পড়েও দেখব। ৭২ তম প্রজাতন্ত্র দিবসে এমনটাই আশা করছি। এটি দেশের প্রতি আমাদের ভালবাসা আরও বাড়িয়ে তুলবে। জয় হিন্দ।’ এর পাশেই একটি #হ্যাপিরিপাবলিকডে২০২১ হ্যাশট্যাগ দিয়ে তাপসী টুইট শেষ করেন।

তাপসীর সঙ্গে সুর মিলিয়ে টুইট করেন রাকুলও। দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করলেন তিনি। লিখলেন, ‘সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমি প্রার্থনা করি আমরা সকলে আমাদের কর্তব্যগুলি প্রকৃত অর্থে বুঝব এবং পালন করব। তা করলেই আমাদের দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। জয় হিন্দ।’

Advertisement

রাকুলের সঙ্গে সহমত ইন্ডাস্ট্রিতে তাঁর সিনিয়র সুনীল শেট্টি। অন্তত তেমনটাই বলছে তাঁর টুইট। সুনীল লিখেছেন, ‘নিজের অধিকার বুঝে নেওয়াটা প্রয়োজনীয়। অন্যের অধিকারকে সম্মান করাটাও ততটাই জরুরি।’

বর্তমান সময়ের জাতীয় নায়ক সোনু সুদও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। তবে অধিকার বুঝে নেওয়া বা দায়িত্ববোধ নিয়ে কোনও বার্তা ছিল না সেখানে। বরং নিজের রাস্তাতে সকলকে হাঁটার উপদেশ দিলেন তিনি। মানুষকে সাহায্য করার বার্তা দিয়ে লিখলেন, ‘কারও জীবনে পরিবর্তন আনার প্রতিজ্ঞা করুন। শুভ প্রজাতন্ত্র দিবস।’

এই মুহূর্তে বিদেশে থাকলেও নিজের দেশের কথা ভেবে আবেগপ্রবণ প্রিয়ঙ্কা চোপড়া। সারা বিশ্বজুড়ে শাসনকার্যে মহিলাদের ভূমিকার কথা মনে করিয়ে দিলেন তিনি। ভারতের মহিলা রাজনীতিবিদদের একটি ভিডিয়ো শেয়ার করে প্রিয়ঙ্কা লেখেন, ‘শাসনকার্যে মহিলাদের ভূমিকা নিয়ে অনেক গবেষণা এবং পড়াশোনা করে জেনেছি তাঁদের দক্ষতা কী ভাবে সমাজ এবং দেশকে উন্নত করে তুলেছে।’ নারী নেতৃত্বে বিষয়টি তাঁর কাছে খুব আকর্ষণীয় এবং শিক্ষামূলক বলে মনে হয়েছে বলে জানিয়েছেন নারীবাদ নিয়ে সদা সচেতন প্রিয়ঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন