Entertainment News

এক কাহিনির দুই ‘বেগম’ মুখোমুখি কলকাতায়

দুই বেগমের মোলাকাত। দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময়ের আবহে ফ্রেমবন্দি হলেন দুই বেগমজান— ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালন। আর এই ম্যাজিক তৈরির নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগমজান’-এর স্রষ্টা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১৮:৪৫
Share:

একত্রে দুই ‘বেগমজান’।

দুই বেগমের মোলাকাত। দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময়ের আবহে ফ্রেমবন্দি হলেন দুই বেগমজান— ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালন। আর এই ম্যাজিক তৈরির নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগমজান’-এর স্রষ্টা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন, গানে-দৃশ্যে মুগ্ধ দর্শক, ‘বেগমজান’ নিয়ে তীব্র হচ্ছে প্রত্যাশা

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ছবি ‘বেগমজান’। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিদ্যা। সে ছবির প্রচারেই সোমবার কলকাতায় ছিলেন ‘বেগমজান’-এর সদস্যরা। এক অনুষ্ঠানে দেখা হল দুই ছবির কলাকুশলীদের। সৃজিতের কথায়, ‘‘এটা একদম নতুন একটা ইভেন্ট। আগে এমনটা হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিং-এর নানা গল্প এক্সচেঞ্জ করলেন। বাকিরাও একে অপরের অভিনীত ছবি নিয়ে আলোচনা করেছেন।’’

Advertisement

আরও পড়ুন, ‘সপ্তককে আর মিস করি না, ফের বিয়ে করতে চাই’

‘বেগমজান’ বিদ্যার খুব পছন্দের প্রজেক্ট। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘সাধারণত রিমেকের আইডিয়াটা আমার পছন্দের নয়। কিন্তু এই প্রজেক্টটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। গল্পটাই আমাকে দারুণ টেনেছিল। বেগমজানের অ্যাটিটিউডটাই আমার দারুণ পছন্দের।’’

টিম ‘রাজকাহিনী’।

তবে সবচেয়ে মজার কথাটা বললেন ‘রাজকাহিনী’র ‘যূথিকা’, অর্থাত্ সুদীপ্তা চক্রবর্তী। গতকালের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বললেন, ‘‘বিদ্যার সঙ্গে অনেক দিন পর দেখা হল। গওহরের সঙ্গে আলাপ ছিল না, আলাপ হল। আমার কো-অ্যাক্টরদের সঙ্গে দেখা হল, আড্ডা হল। বিদ্যাকে আমি ‘বেগমজান’-এর জন্য উইশ করেছি। তবে এটাও বলেছি, ছবিটা যেন ‘রাজকাহিনী’র থেকে কম ভাল হয়।’’

ছবি: টুইটারের সৌজন্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন