কাশ্মীরি পরিবারের সন্তান ইকবাল খান এখন বাবা-মায়ের সঙ্গেই রয়েছেন শ্রীনগরে। ছবি: সংগৃহীত।
সবই ঠিক ছিল প্রাথমিক ভাবে। জম্মু ও তার আশপাশে উচ্চ সতর্কতা জারি থাকলেও শ্রীনগর ছিল তুলনামূলক ভাবে শান্ত। কিন্তু গত তিন-চার দিনে বদলে গেল পরিস্থিতি। তৈরি হল ভয়। এমনই জানিয়েছেন হিন্দি টেলিভিশনের অভিনেতা ইকবাল খান।
ইকবাল জন্মসূত্রে কাশ্মীরি। কর্মসূত্রে স্ত্রী-পুত্রকে নিয়ে নিজে মুম্বইয়ে থাকলেও তাঁর বাবা-মা এখনও থাকেন শ্রীনগরের বাড়িতেই। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকেই চিন্তা বাড়তে শুরু করে। বাবা-মাকে দেখতে অভিনেতা তাই ১ মে পৌঁছে যান শ্রীনগর। ভেবেছিলেন, পরিস্থিতি অনুযায়ী নিরাপদ স্থানে সরে যাবেন। কিন্তু তা আর পারেননি। থেকে যেতে হয়েছে কাশ্মীরেই। কারণ তত দিনে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত। আর তাতেই যেন স্বস্তি পেয়েছেন অভিনেতা।
তিনি বলেন, “অন্তত আমার বাবা-মায়ের সঙ্গে রয়েছি এখন, এটাই স্বস্তি। আমার স্ত্রী-সন্তান মুম্বইয়ে নিরাপদে রয়েছে।” প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, গত এক সপ্তাহে জম্মু ও শ্রীনগরের পরিস্থিতি ক্রমশ বদলেছে। তাঁর কথায়, “আশ্চর্যজনক ভাবে, শ্রীনগরের বেশির ভাগ এলাকাই তুলনামূলক শান্ত। না হলে জম্মুতে যথেষ্ট বিপদের আশঙ্কা রয়েছে। তবে, আপাতত পরিস্থিতি স্বাভাবিকের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।”
এ জন্য দেশের প্রধানমন্ত্রীকেই ধন্যবাদ জানিয়েছেন ৪১ বছরের অভিনেতা। তাঁর দাবি, “প্রধানমন্ত্রীর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, আমাদের কিছু হতে দেবেন না তিনি। আমাদের সশস্ত্র সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে।”
যদিও ছড়িয়ে পড়া গুজব নিয়ে চিন্তিত অভিনেতা। তিনি মনে করছেন পরিস্থিতি যতখানি আতঙ্কের, তার থেকে বাড়িয়ে আলোচনা করা হচ্ছে সমাজমাধ্যমে। তিনি বলেন, “ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া হচ্ছে।” নিজের স্ত্রী যাতে এই ধরনের ভুয়ো খবরে আতঙ্কিত না হয়ে পড়েন, সে দিকেও খেয়াল রাখছেন তিনি।