Entertainment News

টেলিভিশন অভিনেতার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

সাংবাদিকদের প্রতীশ বলেন, ‘‘খেলনা নিয়ে খেলছিল ও। তখনই কোনওভাবে গিলে ফেলে। আর… আপনারা ওর জন্য প্রার্থনা করবেন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ১৬:২৬
Share:

প্রতীশ এবং তাঁর মেয়ে (ডানদিকে)।

নিজের মনে খেলনা নিয়ে খেলছিল অভিনেতা প্রতীশ ভোরার দু’বছরের মেয়ে। কোনও ভাবে সেই খেলনা গিলে ফেলে শিশুটি। তাতেই মর্মান্তিক মৃত্যু হল ওই শিশুকন্যার।

Advertisement

গত ৯মে রাতে এই দুর্ঘটনা ঘটে। সাংবাদিকদের প্রতীশ বলেন, ‘‘খেলনা নিয়ে খেলছিল ও। তখনই কোনওভাবে গিলে ফেলে। আর… আপনারা ওর জন্য প্রার্থনা করবেন।’’

প্রতীশের এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানান, প্লাস্টিকের খেলনা নিয়ে খেলতে খেলতে সেটি ভেঙে যায়। তারই একটা টুকরো তত্‌ক্ষণাত্ মুখে পুরে দেয় মেয়েটি। আর তা গলায় আটকে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

Advertisement

ছবিতে চিনুন সানিকে

এই ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের বাকি সদস্যরা। ঘটনার পরের দিন সকালে বিমানে করে শিশুর দেহ নিয়ে যাওয়া হয় রাজকোটে। সেখানেই শেষকৃত্য হয়েছে বলে খবর।

আরও পড়ুন, সানির জন্মদিন স্পেশ্যাল করে তুললেন ড্যানিয়েল, কিন্তু কী ভাবে?

টেলিভিশনে বেশ কিছু ধারাবাহিকে প্রতীশের অভিনয় পছন্দ করেছেন দর্শক। এই মুহূর্তে ‘প্যায়ার কা পাপড’-এ তাঁকে দেখছেন দর্শক।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement