Daniel Weber's birthday note for Sunny Leone is here dgtl
সানির জন্মদিন স্পেশ্যাল করে তুললেন ড্যানিয়েল, কিন্তু কী ভাবে?
প্রিয়জনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করছেন সানি। এই স্পেশ্যাল দিনটা আরও স্পেশ্যাল করে তুলেছেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ১৩:৪৬
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
জন্মদিন। এক একজনের কাছে এক এক রকম মানে নিয়ে হাজির হয়। তবে সবার জন্মদিনে একটা মিল থাকে। তা হল এক বছর করে বয়স বেড়ে যাওয়া। ব্যতিক্রমী নন সানি লিওনও। আজ ৩৮ বছর বয়স হল তাঁর। আজ তিনি বার্থ ডে গার্ল। যদিও বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র।
প্রিয়জনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করছেন সানি। এই স্পেশ্যাল দিনটা আরও স্পেশ্যাল করে তুলেছেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।
ড্যানিয়েল লিখেছেন, ‘এত কিছু মনে আসছে, এত কিছু লেখার রয়েছে একটা পোস্টে কোনওভাবেই তা সম্ভব নয়। আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ তুমি। সারা জীবন নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবতে দেখেছি তোমাকে। এই জার্নিতে আমি পাশে রয়েছি। শুভ জন্মদিন। পৃথিবীর সবচেয়ে মহান মহিলাকে শুভ মাতৃ দিবসেরও শুভেচ্ছা। ভালবাসি…।’
জন্মদিনের পরিকল্পনা কী? কিছুদিন আগে এক সাক্ষাত্কারে সানি জানিয়েছিলেন, পার্টি নয়। পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে ডিনারের প্ল্যান করবেন জন্মদিনে। সোশ্যাল মিডিয়াতেও এ দিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।