পরনে উজ্জ্বল ‘অফ শোল্ডার স্লিটেড’ পোশাক। উঁচু করে বাঁধা খোঁপা। সম্প্রতি, এমন সাজেই দেখা গিয়েছিল অমীষা পটেলকে। কিন্তু তাঁকে কেন জয়া বচ্চন বলে সম্বোধন করা হল? সেই সম্বোধন শুনে কী প্রতিক্রিয়া দিলেন অমীষা নিজে?
মুম্বই শহরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে ক্যামেরাবন্দি হন অমীষা। তখন এক ছবিশিকারি হঠাৎ অভিনেত্রীকে দেখে জয়া বচ্চন বলে ডেকে ওঠেন। ভুল করেই অমীষাকে জয়ার নামে ডেকেছিলেন ছবিশিকারি। তবে উত্তরে রসিকতা করতে ছাড়েননি অভিনেত্রী। সঙ্গে সঙ্গে অমীষা বলে ওঠেন, “আরে, আমার অমিতাভ বচ্চন তা হলে কোথায়?” হেসে ওঠেন ছবিশিকারিরাও।
আরও পড়ুন:
ছবিশিকারিদের সামনে প্রায়ই মেজাজ হারাতে দেখা গিয়েছে জয়াকে। মাঝেমধ্যে কড়া ভাষায় ধমকও দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গও অমীষার সামনে ছবিশিকারিরা তুলে আনেন। তখন অভিনেত্রী বলেন, “সকলের নিজস্ব মতামত থাকতেই পারে। ওঁর নিজের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। তবে আমি আপনাদের সকলকে খুব ভালবাসি। আপনারা খুব পরিশ্রম করেন। আপনারা সকলেই দারুণ।” এই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অমীষার প্রশংসায় মাতেন তাঁর অনুরাগীরা। ভুল নামে তাঁকে ডাকায় তিনি যে মেজাজ হারাননি, উপরন্তু রসিকতা করে পরিস্থিতি সামাল দিয়েছেন, সেই আচরণে মুগ্ধ অনুরাগীরা।
“আমার অমিতাভ কোথায়?”, অমীষার এই মন্তব্যে নেটাগরিকের অনুমান, অভিনেত্রী জীবনসঙ্গী খুঁজছেন। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু মনের মতো কাউকে পেলে তবেই বিয়ে করব। আমি এখনও বহু সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের থেকে প্রস্তাব পাই। আমার অর্ধেক বয়সের ছেলেরা আমার সঙ্গে দেখা করতে চায়। আমার অসুবিধা নেই। কিন্তু সেই ছেলেকে মানসিক ভাবে পরিণত হতে হবে।”