Advertisement
E-Paper

‘একরাতের শয্যাসঙ্গিনী হতে চাই’, কোন তারকার সঙ্গে নিশিযাপনের ইচ্ছেপ্রকাশ করলেন অমীষা পটেল?

বিয়ে করেননি অমীষা, যদিও একটা গোপন ইচ্ছে রয়েছে তাঁর। এক রাতের জন্য খ্যাতনামী এক তারকার শয্যাসঙ্গিনী হতে চান অমীষা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৮
Ameesha Patel will forget her principal can do A One-Night Stand With which star

কার শয্যাসঙ্গিনী হতে চান অমীষা? —ফাইল চিত্র।

৫০-এ পা দিয়েও অবিবাহিত অমীষা পটেল। ছেলেরা নাকি তাঁর পিছু নিত। জীবনে অসংখ্য প্রেম-প্রস্তাব পেয়েছেন। কিন্তু কারও সঙ্গে থিতু হতে চাননি কখনও। যদিও অমীষার বিয়ের প্রতি আস্থা রয়েছে। তবু একটা গোপন ইচ্ছে রয়েছে তাঁর। এক রাতের জন্য খ্যাতনামী এক তারকার শয্যাসঙ্গিনী হতে চান অমীষা।

স্কুলে পড়াকালীন অনেকের থেকে প্রেমের প্রস্তাব পেতেন। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। অমীষা বলেছেন, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে।’’ তাই নাকি বিয়ে করা হয়নি। অভিনেত্রী জানান, কাজের জন্য অনেক কিছু হারিয়েছেন তিনি। আবার ভালবাসার জন্যও অনেক কিছু হারিয়েছেন। তবে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে একটা রাত কাটাতে চান তিনি।

ছোটবেলা থেকেই টমের অনুরাগী অমীষা। ছোটবেলায় পেন্সিল বাক্সে টমের ছবি রাখতেন তিনি। শুধু তা-ই নয়, ছোটবেলা থেকে তাঁদের বাড়িতে বহু গুণী, খ্যাতনামী ব্যক্তিত্বদের আসতে দেখছেন। কিন্তু কাউকে মনে ধরেনি। একমাত্র টম ক্রুজ়ের পোস্টার রাখতেন নিজের ঘরে। সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে অমীষা বলেন, ‘‘আমি ছোটবেলা থেকে ওঁর অনুরাগী। ওঁর জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য ওঁর শয্যাসঙ্গিনী হতেও আপত্তি নেই।’’ ‘টপ গান’, ‘দ্য মামি’ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল নকিং’-এর মতো ছবি উপহার দিয়েছেন টম। তিনি বিশ্বের সুপুরুষদের তালিকায় অন্তর্ভুক্ত। আশির দশকে যতটা জনপ্রিয়তা ছিল তাঁর, এখনও ততটাই আলোচিত তিনি দর্শকমহলে।

উল্লেখ্য, প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’-তে আলোড়ন তুলেছিলেন অমীষা। তবে একটা সময়ের পরে তিনি বলিউড থেকে দূরে সরে যান। ২০২৩ সালে ফের তাঁর প্রত্যাবর্তন ‘গদার ২’ ছবির মাধ্যমে।

Ameesha Patel Tom Cruise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy