Entertainment News

দুর্ঘটনার প্রাণ হারালেন অভিনেত্রী রচনা

টেলি সিরিয়াল ‘মহানদী’তে রচনার অভিনয় পছন্দ হয়েছিল দর্শকদের। ওই সিরিয়ালের বেশ কিছু অভিনেতা ওই দিন গাড়িতে ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১৩:০৬
Share:

কন্নড় টেলিভিশন অভিনেত্রী রচনা। ছবি: সংগৃহীত।

গাড়ি দুর্ঘটনার প্রাণ হারালেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী রচনা। টাইমস নাও-এর খবর অনুযায়ী, ওই একই গাড়িতে ছিলেন অভিনেতা জীবন। গত রাতের দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, কুক্কে সুব্রহ্মণ্য মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তাঁরা। আরও এক অভিনেতা কার্তিকের জন্মদিন পালনের জন্য সকলে ওই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। মাগাদির কাছে ওই দুর্ঘটনা ঘটে। মাগাদি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন, আপ্যায়নে মুগ্ধ, আবার কাশ্মীরে পা বলিউডের

টেলি সিরিয়াল ‘মহানদী’তে রচনার অভিনয় পছন্দ হয়েছিল দর্শকদের। ওই সিরিয়ালের বেশ কিছু অভিনেতা ওই দিন গাড়িতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিনেতা রঞ্জিত, এরিক, হনেশ, উথ্থমও ওই গাড়িতে ছিলেন। তাঁরা ওই দুর্ঘটনার আহত হয়েছে।

Advertisement

আরও পড়ুন, পর্দায় এক সঙ্গে দেখা যাবে করিনা ও করিশ্মাকে

‘মহানদী’ ছাড়াও টেলি শো ‘মধুবালা’ এবং ‘ত্রিবেণী সঙ্গম’-এ রচনা নজর কেড়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement