Jasprit Bumrah

শুধু বোলিং নয়, সুগন্ধি নিয়েও একই রকম খুঁতখুঁতে বুমরাহ, জোরে বোলারের অজানা গুণ ফাঁস করলেন অক্ষর

বোলিংয়ের ব্যাপারে তিনি কতটা নিখুঁত, তা এখন গোটা বিশ্ব জানে। সেই জসপ্রীত বুমরাহের আরও একটি অজানা গুণ রয়েছে। তিনি পারফিউম বা সুগন্ধির ব্যাপারেও পারদর্শী। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৬
Share:

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

বোলিংয়ের ব্যাপারে তিনি কতটা নিখুঁত, তা এখন গোটা বিশ্ব জানে। টেস্ট ক্রিকেটে নতুন বল হাতে হোক বা টি-টোয়েন্টির ডেথ ওভারে সাদা বল হাতে, যে দলের হয়েই খেলুন, নিজের সেরাটা দেন। সেই জসপ্রীত বুমরাহের আরও একটি অজানা গুণ রয়েছে। তিনি পারফিউম বা সুগন্ধির ব্যাপারেও পারদর্শী। কোন সুগন্ধি ভাল হবে, তা অনায়াসে বলে দিতে পারেন। এই তথ্য প্রকাশ্যে এনেছেন অক্ষর পটেল।

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছিলেন অক্ষর। সেখানে তিনি বলেছেন, “জস্‌সি ভাইয়ের কাছে বিশাল কালেকশন রয়েছে। ও সুগন্ধির ব্যাপারে এতটাই গভীরে চলে গিয়েছে যে, এখন সহজেই বুঝতে পারে, কোন সুগন্ধিতে কতটা তেল রয়েছে আর কতটা গন্ধ। আমরা তো হাতে শুঁকে দেখি। যেটায় ভাল গন্ধ হয় সেটাই নিয়ে নিই।” বলতে বলতে হাসিতে ফেটে পড়েন ভারতের অফস্পিনার।

আরও একটি অজানা গল্পের কথা প্রকাশ্যে এনেছেন অক্ষর। বলেছেন, “জস্‌সি ভাই সিরাজকে কথা দিয়েছিল যে ওকে সুগন্ধি এনে দেবে। তখন দিল্লিতে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলা হচ্ছিল। ওদের সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান জস্‌সি ভাইকে জিজ্ঞাসা করেছিল, কোন সুগন্ধি ব্যবহার করছে ও। খুব ভাল না কি গন্ধ পাওয়া যাচ্ছে। সিরাজ তখন জোর জবরদস্তি জস্‌সি ভাইকে বলে কয়ে একটি সুগন্ধি নিয়ে নিল।”

Advertisement

হাসতে হাসতে অক্ষর যোগ করেন, “আমিও কম যাই না। আগুনে হাওয়া দেওয়ার মতো আমিও সুগন্ধি পাওয়ার জন্য গাঁইগুঁই করলাম। তখন জস্‌সি ভাই, সিরাজের জায়গায় আমাকেই সুগন্ধি দেবে।”

অবসরের পর বুমরাহ সুগন্ধির ব্যবসা করবেন কি না, এই প্রশ্নের উত্তরেও হেসে ফেলেন অক্ষর। বলেন, “জস্‌সি ভাই, এই ভিডিয়োটা দেখো। ব্যবসা করলে আমাকেও পার্টনার বানিয়ে নিয়ো।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement