থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।
দক্ষিণী ছবির তারকা থলপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’। এর পর পাকাপাকি ভাবে রাজনীতির ময়দানে নামবেন বিজয়। এই ছবিকে ঘিরে স্বাভাবিক ভাবেই উন্মাদনা ছিল অনুরাগীমহলে। ইতিমধ্যেই ১ কোটি টাকার টিকিটের অগ্রিম বুকিং হয়ে গিয়েছিল ছবির। ৯ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। ঠিক দু’দিন আগে আটকে দেওয়া হয় মুক্তি। মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা।
বিজয়ের ছবি মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে দিনকয়েক ধরেই বিতর্ক তামিলনাড়ুতে। তামিল সিনে ইন্ডাস্ট্রির অন্য তারকারাও বিজয়ের সমর্থনে মিছিল করেছিলেন। সেন্সর বোর্ডের আপত্তিতেই অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যায় ছবিমুক্তি। তাই আদালতের দ্বারস্থ হন অভিনেতা। শুক্রবার সেন্সর বোর্ড এই ছবিকে ‘ইউ/এ’ ছাড়পত্র দিল। যার ফলে ‘জন নায়কন’-এর মুক্তিতে আর কোনও বাধা থাকছে না।
অনেকেই অবশ্য থলপতির ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পেয়েছেন। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিজয়ের দল নাকি বিজেপির সঙ্গে জোট বাঁধতে আগ্রহী নয়, বরং অনেক বেশি রাহুল গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠতা বেশি। যদিও হাজার ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে ছাড়পত্র পেল থলপতির ছবি। কিন্তু নতুন করে মুক্তির তারিখ কবে নির্ধারিত করছেন নির্মাতারা, সেই উত্তর এখনও অজানা।